শিরোনাম :
ময়মনসিংহে বিসিএসএমের নতুন কমিটি গঠন
ময়মনসিংহ বিসিএসএমের মৃতপ্রায় কমিটিকে নতুন করে গড়ে তোলার লক্ষে ময়মনসিংহে ভাটিকাশর অঞ্চলের বিশপ হাউজে শনিবার (৮ জুলাই) এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
আলোচনা সভার আয়োজন করে ইয়ুথ কমিটি। আলোচনায় উপস্থিত ছিলেন ইয়ুথ কমিটির সভাপতি ফাদার বিজন কুবি। আরো উপস্থিত ছিলেন বিসিএসএমের সকল সদস্যরা। নতুন কমিটিটি গঠন করা হয় প্রস্তাবনা ও সমর্থনের মাধ্যমে।
সভাপতি- নিশান রেমা, সহ-সভাপতি-বালবিয়া জেংছাম, সাংগঠনিক সদস্য-শাওলিন প্রাণকুমার মৃ, কোষাদক্ষ-সজ্ঞা স্কলাসটিকা আরেং, প্রকাশনায়- আলফন্স থিগিদী, এবং দুইজন সাধারন সদস্যা নিয়ে গঠন করা হয় নতুন কমিটি। এই সাত সদস্য বিশিষ্ট নতুন কমিটির মাধ্যমেই আশা করা হচ্ছে সুন্দর সম্ভাবনার পথ।
ইয়ুথ কমিটির ফাদার বিজন কুবি বলেন, ত্যাগের মাধ্যমেই প্রকৃত সুখ নিহিত আছে। এ সময় নতুন তিনি নতুন কমিটিকে সুন্দরভাবে কাজ করার জন্য আহ্বান জানান।”
নতুন সভাপতি নিশান বলেন, “আমি জানিনা যুবকদেরকে নিয়ে কাজ করার জন্য আমি কতটুকু যোগ্য, তবে আমি চেষ্টা করব যাতে বিসিএসএমের এই নতুন কমিটিতে সবাইকে নিয়ে উদ্যমের সাথে কাজ করার।”
আরবি/আরপি/ ৯ জুলাই, ২০১৭