ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ময়মনসিংহে যুবক যুবতীদের আন্তঃসাংস্কৃতিক, শান্তি সহযোগিতা ও বাস্তুসংস্থানের উপর প্রশিক্ষণ

ময়মনসিংহে যুবক যুবতীদের আন্তঃসাংস্কৃতিক, শান্তি সহযোগিতা ও বাস্তুসংস্থানের উপর প্রশিক্ষণ

0
332

ময়মনসিংহ ভাটিকাশর বিশপহাউজের জনপল হল রু‌মে ৩-৮ ফেব্রুয়ারি পযর্ন্ত যুবক যুবতী‌দের আন্তঃসাংস্কৃ‌তিক, শান্তি সহযোগিতা ও বাস্তুসংস্থানের উপর প্র‌শিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিসিএসএম এর সহযোগিতায় এই প্রশিক্ষণের আ‌য়োজ‌ন করে লে লিডারস ফোরাম । এতে বাংলা‌দে‌শের সাত‌টি ডায়ো‌সিস থে‌কে অংশ নেয় মোট ৫০ জন যুবক যুবতী। দক্ষিন কো‌রিয়া, থাইল্যান্ড ও ফি‌লিপাইন তিনটা দেশ থে‌কে প্র‌শিক্ষকরা এই প্রশিক্ষণ পরিচালনা করেন ।

‌বি‌সিএসএম এর কার্য‌নিবার্হী প‌রিচালক প্যা‌ট্রিক ফিউ‌রি‌ফি‌কেশন ব‌লেন “আমা‌দের খ্রিষ্টান‌দের মূল ভি‌ত্তি হ‌লো ভা‌লোবাসা । তাই আমা‌দের সকল ধ‌র্মের মানু‌ষের সা‌থে সহম‌র্মিতা দেখা‌তে হ‌বে । এবং তা‌দের সা‌থে মিশ‌তে হ‌বে। আমা‌দের ধর্ম ও সংস্কৃ‌তি‌কে তা‌দের কা‌ছে তো‌লে ধর‌তে হ‌বে । তি‌নি ট্রিপল ডায়ালগ সম্প‌র্কে শিক্ষা দেন । ট্রিপল ডায়ালগ মা‌নে হ‌লো সমা‌জের পি‌ছি‌য়ে পড়া মানুষ, গ‌রিব, দুঃখী, অসহায় ও সু‌বিধা ব‌ঞ্চিত মানু‌ষের সাহায্য করা । যুবক‌দের এসব মোকা‌বেলা কর‌তে হ‌বে । তি‌নি আ‌রো ব‌লেন ফেইস বুকে আমরা হাই দিই। কিন্তু বাস্ত‌বে সাম‌নে গে‌লে কথা ব‌লি না । এমন কু অভ্যাস গু‌লো আমা‌দের প‌রিহার কর‌তে হ‌বে । ”

থাইল্যান্ডের প্র‌শিক্ষক ফাদার নিপহট থিইন‌হেন ব‌লেন, “আমা‌দের বেঁ‌চে থাক‌তে হ‌লে বায়ু, মা‌টি, পা‌নি এসব উপাদানগু‌লো অত্যন্ত জরু‌রি ।’ তি‌নি এক‌টি পরীক্ষার মাধ্য‌মে তার আ‌লোচনার বিষয়বস্তু সক‌লের কা‌ছে তুলে ধ‌রেন ।

অংশগ্রহণকারী ফাল্গুনী অ‌ধিকারী সহভা‌গিতা ক‌রে ব‌লেন “আ‌মি কিন্ডার গা‌ডের্ন স্কু‌লে শি‌ক্ষিকা হি‌সে‌বে কাজ ক‌রি । এক‌দিন এক বাচ্চা বল‌ল, আ‌মি তো হিন্দু আ‌মি কেন মুসলমান‌দের বই পড়‌বো । তখন আ‌মি এই বিষ‌য়ে অন্য টিচার‌দের সা‌থে আলাপ করলাম । তখন আমরা সিধান্ত নিলাম এই ছোট বাচ্চা‌দের ধর্মীয় বি‌ভেদমূলক ম‌নোভাব আমা‌দের দূর কর‌তে হ‌বে । যা‌তে তারা রক্ষনশীল না হয় । সেই থে‌কেই আ‌মি যখন সময় পাই তখন বাচ্চা‌দেরকে নি‌য়ে বি‌ভিন্ন চ্যা‌পে‌লে যাই।”

 

আরবি/আরপি/১০ ফেব্রুয়ারি, ২০১৮