শিরোনাম :
যীশু বাউলের চারটি কবিতা
সমবার্তা
সমতান, সমগান
সমচিন্তায় সমপ্রাণ,
সম থেকে সহভাগিতা
গড়ে তোলে ভ্রাতৃত্বের বন্ধনে।
শুদ্ধ জীবন গড়ার আহ্বানে
সমবার্তা সকল মানুষের জন্য,
সমচিন্তা, সমভাগ
মানবতার হৃদয়ে গড়ে তোলে শান্তি নিবাস।
হেঁটে যাব সমতালে
সমবায় নীতি গড়ার নিমন্ত্রণে
উদারতা আর সমনীতির শ্রদ্ধাবোধে
সমবায় সমিতি দেয়া নেয়ার জয়গানে।
বেঁচে থাকার সমচিন্তনে
গাঁথি মালা সাম্যতার আহ্বানে
জীবন পথের নান্দনিক ছন্দে
সমতার জয়গান জীবন গড়ার ডাকে।
নীরবতা ও শব্দ সংঘর্ষ
শব্দ সংঘাত আর নীরবতার সংঘর্ষে
যে তুমি কথার কলরবে জেগে উঠ
বসতি গড়ার স্বপ্নদলে।
আমরা হাঁটবো অরণ্যের পথিক বেসে
শত যোজনের শেষ প্রান্তে
স্বপ্নের সমাধি রেখা মিশে যাবে-
তাই-তমসার গভীরে জেগে থেকে
অপেক্ষার পথ ধরে শুধু হাঁটবো।
অনাদি অবিনশ্বর যাত্রা পথে-
ভোর রাতের স্বপ্ন ভাঙ্গা গানে
কে তুমি সখী কথা বল
শত বর্ণের বাঁধনে
শত জনমের প্রেমডোরে।
পৃথিবী আমাদের বসত ভূমি
জন্ম-মৃত্যুর মাঝপথে
পথিক আমরা বিরানভূমির মাঝখানে
শান্তি-স্নিগ্ধ প্রাণবন্ত প্রকৃতির বুকে
আমাদের বসতি শুদ্ধ জীবন গড়ার জন্যে।
তাই, আমাদের যাত্রা বিরামহীন গতিতে
পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্তে-
চিরন্তন আনন্দলোকে প্রবেশের মোহে
সততা আর বিশ্বাসের সারথি বেয়ে।
ধর্মবিশ্বাস ও মানবতার তরীতে
জীবনের পরম যুদ্ধ-সংগ্রাম
স্থায়ী নিবাস গড়ার লক্ষ্যে
বেঁচে থাকার শেষ নিঃশ্বাস মাঝে।
পৃথিবী আমাদের ক্ষণকালের বসতভূমি
শুদ্ধ, সুন্দর ও নির্মল কারুপল্লীরূপে
আমরা গড়ে তুলব নিঃস্বার্থ কর্মে।
পৃথিবী আমাদের, আমরা পৃথিবীর
বাসযোগ্য পরিবেশ ও বসতভূমি
রেখে যাবো ভালবাসা ও আনন্দময় জীবন ছবি।
জীবন যাত্রা যুদ্ধ-সংগ্রামে ভরা
কথার মাঝে কথা থাকে
মনের মাঝে ব্যাথা
চলার মাঝে গতি থাকে
জীবন যাত্রা যুদ্ধ-সংগ্রামে ভরা।
আরাম আয়েশ আর সুখ-দুঃখের মাঝে
ব্যাথা-বেদনা লুকিয়ে থাকে অন্তর গভীরে
স্বার্থ ত্যাগ আর নিঃসতার সৌরভে
জীবনের আনন্দধ্বনী পরসেবার ব্রতে।
পথ চলার পরম যাত্রা পথে
বসতি শুধু জীবন স্রষ্টার জয়গানে
পথ থেকে পথে, ঘর থেকে ঘরে
হেঁটে বেড়াই মানব বন্ধনের নিত্য তাগিদে।
বিশ্ব প্রকৃতির বুক চিরে
নদ-নদী, পাহাড়-পর্বতের প্রান্ত পথে
শুধুই পথচলা বিরামহীনভাবে
অনন্ত চরাচরে মহীয়ান স্রষ্টার গুণকীর্তনে।
সবার মাঝে বন্ধুত্বের আহ্বানে
পথ চলার ধুয়োগীতি ভ্রাতেৃত্বের বন্ধনে
প্রেম সেবার জয়গাথা
মানব হৃদয়ের গভীর প্রদেশ জুড়ে।