শিরোনাম :
যুক্তরাজ্যে ভারতীয় মাদার তেরেজা সম্প্রদায়ের সিস্টারের করোনায় মৃত্যু
ডেস্ক নিউজ:
যুক্তরাজ্যে ভারতীয় মাদার তেরেজা সম্প্রদায়ের একজন সিস্টার করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ২ এপ্রিল মৃত্যুবরণ করা এই সিস্টারের নাম সিস্টার সিনা। ১ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ভারতের ঝাড়খন্ডের অধিবাসী।
তিয়াত্তুর বছর বয়সী সিস্টার সিনা মিশনারী হিসেবে যুক্তেরাজ্যে সেবা দিচ্ছিলেন ২০১৬ সন থেকে। তিনি সেখানে দরিদ্র ও পরিত্যক্তদের জন্য গড়ে তোলা একটি হোমের প্রধান ছিলেন।
সিস্টার সিনার সাথে থাকা সকল সিস্টার এখন আইসোলসনে আছেন। (এশিয়ানিউজ)