শিরোনাম :
‘যুগে যুগে গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন
‘শতাব্দীর পরিচয় যুগে যুগে গল্প বইয়ে’ নতুন গল্প বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন সাপ্তাহিক প্রতিবেশীর সাবেক সম্পাদক ফাদার কমল কোড়াইয়া।
আজ (রবিবার) সন্ধ্যায় পবিত্র জপমালা রাণীর গির্জায় প্রতিবেশী প্রকাশনীর নতুন বই “যুগে যুগে গল্প” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের মোড়ক উন্মোচন করেন সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল রিবেরু, ফাদার কমলসহ বিভিন্ন লেখক এবং পাঠক সমাজ।
প্রতিবেশী প্রকাশনী সাহিত্যকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়ে ২য় বারের মত ৫০ জন লেখকের ৫০টি গল্প নিয়ে প্রকাশ করে ‘যুগে যুগে গল্প’ বইটি।
মোড়ক উন্মোচনকালে ফাদার কমল বলেন, প্রতিবেশীতে অনেক মূল্যবান তথ্য আছে। এখানে প্রকাশিত গল্পগুলো মূল্যবোধ এবং সাহিত্য রস সমৃদ্ধ।
তিনি বলেন, বেশি করে বই প্রকাশিত হোক এবং খ্রিষ্টান লেখকরা বেশি করে লিখুক এই আশা করি।
প্রতিবেশী প্রকাশনীর সম্পাদক ডিসিনিউজকে বলেন, প্রতিবেশী প্রকাশনীর এটি একটি সুন্দর উদ্যোগ। যে সকল লেখকগণ অতীতে লিখেছেন, তাদের লেখাগুলো থেকে নিবার্চিত কিছু লেখা নিয়ে এবং নতুন খ্যাতিমান লেখকদের লেখা দিয়ে বইটি প্রকাশ করা হয়েছে। এর আগেও একটি বই প্রকাশিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ২য় গ্রন্থ ‘যুগে যুগে গল্প’ প্রকাশ পেল।
তিনি বলেন, এই বই প্রকাশের উদ্দেশ্য হলো, যাতে একটি ডকুমেন্ট থাকে এবং বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেয়া যায়। এর মধ্য দিয়ে আরো বেশি পেশাগত লেখক তৈরি করা যাবে। এ ধরনে লক্ষ্য নিয়ে প্রতিবেশী কাজ করে যাচ্ছে এবং করে যাবে। পরবর্তীতেও এ ধরনের প্রকাশনা অব্যহত থাকবে বলে তিনি জানান।
৫০ জন স্বনামধন্য গল্পকারের গল্প নিয়ে প্রকাশিত এ বই থাকছে ১৯৫৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নবীন প্রবীন লেখকদের গল্পের সমাহার। বইটি প্রতিবেশী প্রকাশনীর বিভিন্ন স্টলে পাওয়া যাবে।
আরবি/আরপি/৭ মে, ২০১৭