শিরোনাম :
যুবা তথা বর্তমান প্রজন্মকে পরিচর্যা করলে ভবিষ্যত প্রজন্ম লাভবান হবে : বিশপ কুবি
খ্রিষ্টীয় ও সামাজিক নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠনের সাহসী ও উদ্যমী সদস্যদের নিয়ে নীতি-নৈতিকতা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (১০ জুন) সকাল ১০ টায় প্রশিক্ষণটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে খ্রিস্টান ধর্মীয় কল্যান ট্রাস্টের আয়োজনে কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
খ্রিস্টান ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিওর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য জুয়েল আরেং এমপি।প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল পনেন পল কুবি সিএসসি।
প্রশিক্ষণে বিশপ কুবি বলেন, “যুবা তথা বর্তমান প্রজন্মকে পরিচর্যা করলে ভবিষ্যৎ প্রজন্ম লাভবান হবে। বর্তমান যুবরাই ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি।”
পরিবর্তনশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ ব্যবস্থা গঠনে যুব সমাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন ফাদার ইগ্নেসিয়াস গমেজ এসজে এবং চয়ন হিউবার্ট রিবেরু।
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ), জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), বাগাছাস, বাংলাদেশ কাথলিক ছাত্র আন্দোলন (বিসিএসএম), বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন (বিসিএ) এর ৫২ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।
আরবি/আরপি/ ১৩ জুন, ২০১৭