ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ যোগ সাধনের উদ্দেশে গিয়েছিলেন বাউল শিল্পী সুবাস

যোগ সাধনের উদ্দেশে গিয়েছিলেন বাউল শিল্পী সুবাস

0
814

|| ডিসি নিউজ ||

আজ নাটোর পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোন অপহরণ নয় কিংবা আত্মগোপনও নয় শুধু মাত্র যোগসাধনার উদ্দেশে নিভৃত স্থানে অবস্থানের জন্য জাগতিক সকলকিছু পরিত্যাগ করেছিলন বাউল শিল্পী সুবাস রোজারিও।
গতকাল রাতে তাকে খোঁজে পায় নাটোরের গোয়েন্দা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, ২৪ সেপ্টেম্বর নিজ বাড়ি চামটা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে সিএনজি যোগে চাটমোহর রেলস্টেশন রাত সাড়ে ১১টায় পৌঁছলে সেখানে ১টি চায়ের দোকানে চা ও সিগারেট খাওয়ার সময় আধ্যাত্মিক গান শুনে সুবাসের মনোজগতে পরিবর্তন হয়। পরে তার মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছু চায়ের দোকানে রেখে ভাব জগতের চিন্তা থেকে অজানার উদ্দেশে রওনা দেন। তাকে কেউ অপহরণ করেনি বা সে নিজে আত্মগোপন করেনি। শুধুমাত্র যোগসাধনার উদ্দেশ্যে নির্ধারিত স্থানে অবস্থানের জন্য তিনি জাগতিক সকল কিছু পরিত্যাগ করে অজানার উদ্দেশ্যে রওনা করেছিলেন।

তবে বাউল শিল্পী সুবাসের এই ধরনের আচরণের জন্য অনেকেই অসন্তুষ্ট হয়েছেন। অনেকে বলছেন, কমপক্ষে পরিবারের কাউকে বলে গেলে তার জন্য মানুষ দুশ্চিন্তা করতো না।