শিরোনাম :
রাঙ্গামাটিয়ায় আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার নয়া বাজার সংলগ্ন কাচারীবাগ মাঠে শুক্রবার (৭ জুলাই) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। এছাড়াও রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির সভাপতি শাওন এম রিবেরু, ধর্মপল্লীর পাল-পুরোহিত বিমল ফ্রান্সিস গমেজ, ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, রাঙ্গামাটিয়া ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট রাখাল গমেজ, সেক্রেটারি লিন্টাস মাইকেল দেশাই, রাজনগর ইউনাইটেড ক্রেডিটের প্রেসিডেন্ট আবু তালেব, বক্তারপুর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর গাফার মোল্লা ও পুবাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলী হায়দারসহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথি প্রেসিডেন্ট গমেজ বলেন, “আজকের এই ফাইনাল খেলা দেখার সুযোগ হয়েছে বলে আমি অনেক বেশি আনন্দিত। আশা করি আজকের দুই দল অনেক সুন্দর একটি খেলা উপহার দিবে। সবাই সুন্দর মন নিয়ে বাড়ি ফিরতে পারবো। যুবকদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাই। আর ঢাকা ক্রেডিট যুবকদের এরকম মহান উদ্যোগের পাশে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে।”
অন্যান্য অতিথিরা বলেন, “সত্যি আজ আমরা আনন্দিত আপনাদের এত সুন্দর একটি খেলা উপহার দিতে পেরে। আশা করছি আজকের ফাইনাল খেলাটিও আপনারা উপভোগ করবেন। তবে আপনাদের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে এরকম খেলার আয়োজন আবারো করবো।”
তারা আরো বলেন, “সত্যি যুবকরা আজ ধন্যবাদ পাওয়ার মতো একটি কাজ করেছে। মাঠ না থাকার পরও খেলার সেই ঐতিহ্য তারা ধরে রেখেছে এই জন্য রাঙ্গামাটিয়া যুব সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানাই।” এই বয়সে দেখা যায় অনেক যুবক মাদকে আসক্ত হয়ে পড়ে। কিন্তু তারা সেই সমস্যা থেকে বাঁচার জন্য সুন্দর একটি খেলার পরিবেশ গড়ে তুলেছে। আশা করি তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
এর পর ফাইনাল খেলার জন্য প্রস্তুত হয় রাঙ্গামাটিয়া পূর্ব পাড়া ও সা-রা-দে দল। বেলা ৫ টার দিকে শুরু হয় খেলা। টান টান উত্তেজনার মধ্য দিয়ে ১-০ গোলে রাঙ্গামাটিয়া পূর্ব পাড়া জয় লাভ করে।
বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাবু মার্কুজ এবং অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির ক্রিয়া সম্পাদক জেকসন গমেজ ডিসিনিউজকে বলেন, “প্রতি বছরই আমরা এরকম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি। আজকের এই ফাইনাল খেলা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বেশি আনন্দিত হয়েছি এত দর্শকের উপস্থিতিতে। কারণ দর্শকরাই আমাদের প্রাণ।”
উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৬ টি দল। লীগ পর্যায়ে খেলার মাধ্যমে ফাইনালে বিজয়ী হয় রাঙ্গামাটিয়া পূর্ব পাড়া দল।
আরবি/আরপি/৯ জুলাই, ২০১৭