ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাঙ্গামাটিয়ায় শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাঙ্গামাটিয়ায় শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
1131

‘জেগে ওঠো, সচেতন হও, সুপ্ত প্রতিভার বিকাশ কর’ মূলসুরে রাঙ্গামাটিয়ায় শুরু হয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮।

রাঙ্গামাটিয়া চার্চ কমিউনিটি সেন্টারে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ২১ আগস্ট, সকাল ১১টায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক তাপস গমেজ’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত খোকন ভিনসেন্ট গমেজ।

আরো উপস্থিত ছিলেন তুমিলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার দিলীপ কস্তা, তুমিলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার জনাব মো: আলী হয়দার, বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার জনাব আ: গাফফার মোল্লা, রাঙ্গামটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির সভাপতি প্রিন্স বি. রোজারিও, সাধারণ সম্পাদক জুয়েল এল. কস্তাসহ আরো অনেকে।

শিশু থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।

৪ দিন ব্যাপী এই অনুষ্ঠানে রয়েছে গল্পবলা, সাধারণ জ্ঞান, বাইবেল (নতুন নিয়ম) জ্ঞান জিজ্ঞাসা, নির্ধারিত বক্তৃতা, আবৃত্তি, ছড়া গান, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, লোকগীতি, উচ্চাঙ্গ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, জারী গান, দেয়ালিকা, হাতের লেখা, চিত্রাঙ্কন, একক অভিনয়, দলীয় অভিনয় (বাইবেলের আলোকে), শব্দার্থ জিজ্ঞাসা, সাধারণ নৃত্য, দলীয় নৃত্য ও ফ্যাশন শো।

২৪ আগস্ট (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এছাও রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর ২০১৮ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে তাদের সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

এ ছাড়াও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ-এর সৌজন্যে কৃতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদান করা হবে।

আরবি.এইচআর. ২৩ আগস্ট ২০১৮