শিরোনাম :
রাঙ্গামাটিয়ায় শুরু হলো ১৪তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘প্রতিভার বিকাশ’
ডিসিনিউজ ।। কালীগঞ্জ
‘চর্চা হোক সংস্কৃতি যুক্ত মননে জাগ্রত, হোক চেতনা প্রতিভার বিকাশে’ মূলসুর নিয়ে রাঙ্গামাটিয়ায় শুরু হলো ১৪তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘প্রতিভার বিকাশ-২০২৩।’
২৯ জুন, রাঙ্গামাটিয়ার চার্চ কমিউনিটি সেন্টারে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। ২৯ জুন থেকে ২ জুলাই, ৪দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি জন মাইকেল গমেজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাদার আলবিন গমেজ, রাঙ্গামাটিয়া স্কুলের প্রধান শিক্ষক রুনু সেলাস্টিনা রোজারিও এসএমআর, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, শিপন রোজারিও, ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, গেস্ট অব অনার জন মাইকেল গমেজসহ অন্যান্য অতিথিবৃন্দের সাথে নিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় বক্তারা প্রতিযোগিদের শুভ কামনা করেন এবং সকলের ভাল পরিবেশনার জন্য আহ্বান জানান। তারা প্রতিযোগিদের এই প্রতিযোগিতার মাধ্যমে সাংস্কৃতিক চর্চা করে নিজে এবং অন্যের মননশীলতায় ভ‚মিকা রাখবে বলে উল্লেখ করেন।