শিরোনাম :
রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পর্ব দিবস পালন : যীশু হৃদয়ের পার্ব
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে শুক্রবার সকাল ৯ টায় পালিত হয় ‘যীশু হৃদয়ের পার্বণ।’ পর্বীয় খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ভাতিকানের পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের প্রতিনিধি কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিত্ত সিএসসি।
খ্রিষ্টযাগে কার্ডিনালের সহযোগী হিসেবে আরও উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত বিমল ফ্রান্সিস গমেজ ও ফাদার পরিমল রোজারিও।
খ্রিষ্টযাগে কার্ডিনাল বলেন, “পরিবারের সবার ভালোবাসায় যেমন একটি পরিবার গঠিত হয়, ঠিক তেমনই এখানকার সবার ভালোবাসায়ই এই ধর্মপল্লী গঠিত হয়েছে। এই ধর্মপল্লীর প্রতিটি পরিবার যীশু হৃদয়ের পরিবার।”
তিনি আরও বলেন, আমরা যীশুকে আগে নয়, বরং যীশুই আমাদের আগে ভালবেসেছেন, কারণ আমরা তাঁর মনোনীত জাতি।
পার্বণ উপলক্ষে রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতি আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমিতির সভাপতি শাত্তন রিবেরু বলেন, “সত্যি আজ আমরা আনন্দিত আমাদের মাঝে কার্ডিনালকে পেয়ে। আর আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আপনাদের আনন্দদানের জন্য।”
ফাদার বিমল ফ্রান্সিস গমেজ বলেন, “সবার সহযোগীতায় খুব সুন্দরভাবেই পালিত হল আজকের এই পার্বণ। সবাইকে ধন্যবাদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য।”
এসময় রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির সাংস্কৃতিক সম্পাদক মেক্সওয়েল রিবেরু ডিসিনিউজকে বলেন, “পার্বণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখনকার বাবা-মা অনেক বেশি সচেতন তাদের সন্তানকে সংস্কৃতিমুখি করার ব্যাপারে।
আরবি/আরপি/ ২৪ জুন, ২০১৭