শিরোনাম :
রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
৭ ডিসেম্বর (শুক্রবার) রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনারের আয়োজন করা হয়। প্রায় ১ হাজার সদস্য সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারের শুভেচ্ছা বক্তব্যে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘ঢাকা ক্রেডিট যে বড় বড় পরিকল্পনাগুলোকে নিয়ে এগুচ্ছে, তার সাথে আমাদের সদস্যদের সংযোগ করিয়ে দেওয়া এবং কি কি সুবিধা একজন সদস্য হিসাবে আপনারা পেতে পারেন এটিই আসলে শিক্ষা সেমিনারের মূল বিষয়।’
তিনি আরো বলেন, ‘ঢাকা ক্রেডিট শুধু সঞ্চয় ও ঋণদানের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ শুধুমাত্র ঋণ দিয়ে আমরা আমাদের সদস্য-সদসাদের জীবনেরমানের উন্নয়ন ঘটাতে পারবো না।’
রাঙ্গামাটিয়া ক্রেডিটের চেয়ারম্যান যোসেফ বিভাস গমেজ বলেন, ‘ঢাকা ক্রেডিটের উন্নয়ন বাবু মার্কুজ গমেজের নেতৃত্বে সুন্দরভাবে দ্রুত গতিতে এগিয়ে যাবে এটি আমাদের বিশ^াস। আমরা ঢাকা ক্রেডিটের পাশে আছি আর থাকব।’
ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ ও প্রাক্তন সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে সদস্যদের ঢাকা ক্রেডিটের সকল প্রডাক্ট ও কার্যক্রম তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, বোর্ড অব ডিরেক্টর পিটার রতন কোড়াইয়া, পাপিয়া রিবেরু, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, সদস্য ডমিনিক রঞ্জন গমেজ, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, ঢাকা ক্রেডিটের সিইও লিন্টু সি. গমেজ, সিও জোনস গমেজ, সুদান গাইন, সুইটি পিউরীফিকেশন, রাঙ্গামাটিয়া ক্রেডিটের চেয়ারম্যান যোসেফ বিভাস গমেজ, সেক্রেটারি লিন্টাস মাইকেল দেশাই, ম্যানেজার জুয়েল পি. রোজারিও, রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির প্রেসিডেন্ট প্রিন্স বি. রোজারিওসহ ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দ ও সদস্যগণ।
২০১৭ সালে ক্রেডিট ইউনিয়নে বিশেষ অবদান রাখার জন্য ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ স্বর্ণ পদক পাওয়ায় রাঙ্গামাটিয়া মিশন খ্রিষ্টান যুব সমিতির পক্ষ হতে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
ঢাকা ক্রেডিটের লোন কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ সেমিনারের সঞ্চলনা করেন।
সকলের সার্বিক সহযোগিতার জন্য ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ সকলকে ধন্যবাদ জানান।