শিরোনাম :
রাঙ্গা-তরুন আন্তঃগ্রাম ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হলো সবুজ বাংলা তরুণ সংঘ
ডিসিনিউজ ।। ঢাকা
রাঙ্গা-তরুণ আন্তঃগ্রাম ফুটবল টুর্ণামেন্ট-২০২২-এর চ্যাম্পিয়ন হলো সবুজ বাংলা তরুণ সংঘ। জয়রামবের পশ্চিমপাড়া ব্লকের বিরুদ্ধে দুই-শূণ্যগোলে এই জয় তুলে নেয় সবুজ বাংলা তরুণ সংঘ।
১৪ অক্টোবর, নতুনবাজারের কাচারীবাগ মাঠে এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সবুজ বাংলা তরুণ সংঘ দুই গোলে জয় লাভ করে। এর আগে সংঘের সভাপতি শুভ ফ্রান্সিস গমেজের সভাপতিত্বে ফুটবলে কিক মেরে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পূর্ণ খেলাটি উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী দল সবুজ বাংলা তরুণ সংঘের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এ দিন প্রধান অতিথি হেমন্ত কোড়াইয়া খেলোয়ারদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এই আয়োজন দেশ ও সংস্কৃতিকে উজ্জ্বল করেছে। বর্তমানে যুব সমাজ নেশায় নিমজ্জিত। যুব সমাজকে মূলধারায় ধরে রাখতে এমন টুর্ণামেন্টের আয়োজনের বিকল্প নেই। যারা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় নিজেদের ব্যস্ত রাখে, তারা কখনো বিপথে যায় না।’
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়ে অভিনন্দন জানান তিনি এবং এই জয় যুবেেদর জয় বলে উল্লেখ করেন। এ ছাড়াও রানার্সয়াপ দলের প্রশংসা করে বলেন, ‘আপনারা খুবই ভাল খেলেছেন। দুই দলের লড়াকু এবং প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলা সবাইকে মোহিত করেছে। আপনাদের হারাতে চ্যাম্পিয়ন দলের প্রচুর বেগ পেতে হয়েছে। ভাল খেলেই আপনারা কিন্তু আজ রানার্সয়াপ হয়েছেন। আশা করি আগামীতে আপনারা চ্যাম্পিয়ন হবেন। এ সময় তিনি বিজয়ী ও রানার্সয়াপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
ফাইনাল খেলার পূর্বে প্রার্থণানুষ্ঠান, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সংঘের পতাকা উত্তোলন করা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফুটবলে কিক মেরে খেলার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন তুমিলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার জনাব আলী হোসেন, ১ নং ওয়ার্ডে মেম্বার সাগর রোজারিও, সংঘের উপদেষ্টা হিল্টন রোজারিও, উপদেষ্টা রঞ্জন রিবেরুসহ আরো অনেকে।