ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজট ও দুর্ভোগে নগরবাসী

রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজট ও দুর্ভোগে নগরবাসী

0
418

রাত থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃস্টিপাতে দুর্ভোগে পড়েছে জনজীবন। অনেক যায়গায় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারনে রাস্তাঘাট চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। রাজধানীতে দূর্ভোগের স্বীকার হচ্ছেন হাজার হাজার কর্মমুখি মানুষ।

শ্রাবণ মাসের শুরুর দিকে অঝোর ধারায় প্রবল বর্ষণ নগরবাসীর জন্য বাড়তি যন্ত্রণা হিসেবে দেখা দিয়েছে। ভোর থেকে বৃস্টিপাত শুরু হবার কারনে কর্মজীবি নারী পুরষ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীদের সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হয়েছে। ভারি বর্ষণে রাজধানীর অধিকাংশ সড়ক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাচলে খুবই কষ্ট হচ্ছে। জলাবদ্ধতার কারনে রাজপথে ছোট বড় সব ধরনে যানবাহনের চলাচলে অসুবিধা হচ্ছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ জুলাই পর্যন্ত সারা দেশে ভারী বৃষ্টি হবে। দেশের আটটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী ২৪ ঘণ্টা। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মৌসুমি বায়ুর প্রভাবে এই ভারী বৃষ্টি হচ্ছে। এই মৌসুমি বায়ু সারা দেশের ওপর সক্রিয় রয়েছে।

বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারন চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলার সমুহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরবি. আরপি. ২৪ জুলাই ২০১৮