শিরোনাম :
রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন
“আদিবাসী জাতিসমূহের দেশান্তর: প্রতিরোধের সংগ্রাম” প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ আগস্ট আদিবাসী দিবস ২০১৮ উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আদিবাসী দিবস পালন করা হয়।
আদিবাসীদের জমি-জল-জঙ্গল-বসতিসহ অধিগ্রহণের নামে উচ্ছেদ, জবরদখল, অগ্নিসংযোগ, ধর্ষণ, মিথ্যা মামলা, লুটপাট, অপহরণ ও দেশত্যাগ বন্ধ করতে হবে এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবিতে সকাল ১০টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট প্রশান্ত কুমার সাহা, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, সভাপতি নকুল পাহান, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস, ব্লাস্ট রাজশাহী জলা সমন্বয়কারী সামিনা বেগম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পলাশ পাহান প্রমূখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উচ্ছেদ, দেশত্যাগ সহ সকল প্রকার নির্যাতন বন্ধ করার দাবি জানান। এছাড়াও বাদপড়া আদিবাসীদের দ্রুত গেজেটে অন্তর্ভূক্ত করে গেজেট প্রকাশ করার দাবি জানান বক্তারা।