ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৬ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজশাহীতে জাতীয় শিক্ষা সম্মেলন -২০১৮ অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় শিক্ষা সম্মেলন -২০১৮ অনুষ্ঠিত

0
385

‘কাথলিক মণ্ডলীর শিক্ষাসেবা:অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ মূলসুরে রাজশাহী খ্রীষ্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে জাতীয় শিক্ষা মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ড (বিসিইবি)এর আয়োজনে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কাথলিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পরিষদের সভাপতির অংশ গ্রহণে ৫-৭ জুলাই অনুষ্ঠিত এ শিক্ষা সম্মেলনে সহযোগিতা করে ফরমেশন অব ইয়ুথ এন্ড টিচার্স প্রোগ্রাম(এফ ওয়াই টি পি)।

তিনদিন ব্যাপী এ শিক্ষা সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক ডেনিস সি বাস্কে।

উক্ত সম্মেলনে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ মণ্ডলীর বিস্তৃতি, মিলনময় মানবিকতায় শিক্ষা সেবা ও গঠনদান ,খ্রিস্টীয় মূল্যবোধ ও সংস্কৃতি, মাদকাসক্তির প্রতিরোধ ও সুস্থ যুব উন্নয়ন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামো ও এম পি ও নীতিমালা -২০১৮,শিক্ষকের আধ্যাত্মিকতা,শিশুর প্রাক শৈশব শিক্ষা, গঠন ও বিকাশে ধর্মপল্লী ও সমাজ এবং আগামী দশকে শিক্ষা সেবায় মন্ডলীর করণীয় বিষয়ে আলোচনা করেন ব্ক্তাগণ।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও,বাংলাদেশ কাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সেক্রেটারি জ্যোতি এফ গমেজ, ঢাকা হলিক্রস কলেজের অধ্যক্ষা সিস্টার শিখা এল গমেজ সিএসসি ,নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি, সেন্ট যোসেফস্ হাইয়ার সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদ্রার রবি পিউরীফিকেশন,ঢাকা সেন্ট গ্রেগ্ররি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদ্রার প্রদীপ প্লাসিড গমেজ,বান্দুরা হলিক্রস হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার লিও জে পেরেরা ,কারিতাস বাংলাদেশ এর আলোঘর প্রক্লপ প্রধান শিশির এ্যাঞ্জেলো রোজারিও ,কারিতাস বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সুক্লেশ জর্জ কস্তা ,রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্চেলর ফাদার উইলিয়াম মুর্মু,খ্রীষ্টজ্যোতি পালকীয় কেন্দ্রের পরিচালক ফাদার নিখিল গমেজ বক্তব্য রাখেন।

সম্মেলনে অংশগ্রহণকারী সংখ্যা ১০৯ জন।আয়োজিত শিক্ষা সম্মেলন ব্যবস্থাপনা, বাস্তবায়ন ও নির্ধারিত বিষয়ে বক্তাদের আলোচনা সার্বিকভাবে ভালো হয়েছে বলে মতামত ব্যক্ত করেন অংশগ্রহণকারীগণ।

আরবি.আরপি. ৭ জুলাই ২০১৮