ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজশাহীতে “ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ” বিষয়ক আলোচনা সভা ও...

রাজশাহীতে “ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ” বিষয়ক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

0
286

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ও রাজশাহী কলেজের সহযোগিতায় রাজশাহী সরকারী কলেজে ‘ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ’ বিষয়ক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব এ কে এম হাফিজআক্তার বিপিএম।

সভাপতিত্ব করেন রাজশাহী সরকারীকলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি (বোয়ালিয়া) মো. আমির জাফর।

বেলা ১১ টায় র‌্যালীটি শুরু হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ অ

ডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

এরপর বেলা সাড়ে ১১ টায় কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা শুরু হয়।এ সময় রাজশাহী কলেজের শিক্ষকবৃন্দসহ আটশতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে ট্রাফিক সচেতনতা, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

পুলিশ কমিশনার তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদেরকে বাংলাদেশের উন্নয়নের ধারক ও বাহক হিসেবে অভিহিত করেন। দেশের চলমান উন্নয়নকে তরাম্বিত করতে ছাত্র-ছাত্রীদের বিষয়ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন, সংস্কৃতি চর্চা, ক্রীড়া চর্চা, উপস্থিত বক্তৃতা চর্চা, জ্ঞান চর্চা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।

সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহারে সকলকে সতর্ক থাকতে এবং অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নৈতিকতা, সামাজিক ও পারিবারিকমূল্যবোধ বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেন পুলিশ কমিশনার এ কে এম হাফিজ।

এ দিন রাজশাহী কলেজের অধ্যক্ষ ট্রাফিক আইন মেনে চলার ব্যপারে উপস্থিত ছাত্র-ছাত্রীদের শপথবাক্য পাঠ করান মো. ইফতে খায়ের আলম এসি (ট্রাফিক)।

আরবি.শিকে. ১৯ সেপ্টেম্বর ২০১৮