শিরোনাম :
রাজশাহীর মুন্ডুমালায় মাহালী সম্প্রদায়ের খ্রিষ্টবিশ্বাসের শতবর্ষ পালন
ধন্যবাদ ও কৃতজ্ঞতায় উৎসবমুখর পরিবেশে রাজশাহী ধর্মপ্রদেশের মুন্ডুমালায় সাধু জন মেরী ভিয়ান্নীর ধর্মপল্লীতে শুক্রবার (২১ সেপ্টেম্বর) পালন করা হয় মাহালী আদিবাসী সম্প্রদায়ের খ্রিষ্টবিশ্বাস গ্রহণের শতবর্ষ জুবিলী অনুষ্ঠান।
আড়াই হাজার খ্রিষ্টবিশ্বাসী জনগণের উপস্থিতিতে খ্রীষ্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।
উপদেশ বাণীতে তিনি বলেন, ‘দীক্ষাপ্রাপ্ত মানুষ হিসেবে আমরা সবাই বাণীপ্রচারে ভূমিকা রাখতে পারি।রাজশাহী ধর্মপ্রদেশের মাহালী জাতিগোষ্ঠী বাণীপ্রচারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে ।খ্রীষ্ট বিশ্বাসের শতবর্ষ জুবিলী পালনের মধ্য দিয়ে খ্রিষ্টবাণী প্রচার কাজে আরো মনোনিবেশ করতে হবে।’
এদিন একশো বছরে মাহালী সম্প্রদায়ের বাণী প্রচারের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ ৭২ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বৃহত্তর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ মুন্ডুমালা, রহনপুর, সুরশুনিপাড়া, আন্ধারকোটা, চাঁদপুকুর, লক্ষীকোলে মাহালী আদিবাসী জাতিগোষ্ঠীর লোক বসবাস করে।
জুবিলী অনুষ্ঠানে ফাদার ফাবিয়ান মার্ডী বলেন, খ্রিষ্টবিশ্বাসের শতবর্ষ জুবিলী উদযাপনে প্রথমত ঈশ্বরের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি।বিগত সময়ে যারা বাণী প্রচার করেছেন তাদের আর্দশে আগামী প্রজন্মকে উৎসাহিত ও অনুপ্রেরণা দেওয়া।
জুবিলী অনুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, চ্যান্সেলর ফাদার উইলিয়াম মূর্মু, ২৩ যাজক, ব্রতধারিনী এবং বিপুল সংখ্যক খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।
শতবর্ষ জুবিলী উপলক্ষে মাহালী কৃষ্টি-সংস্কৃতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরবি.কেকা. ২২ সেপ্টেম্বর ২০১৮