শিরোনাম :
রাজশাহীতে মৃতলোকের পর্ব পালন
যথাযথ ধর্মীয় ভাবগা¤ভীর্য, ভক্তি ও শ্রদ্ধার সাথে রাজশাহীর উওম মেষ পালক কাথিড্রালে পালিত হল মৃতলোকের পর্ব।
দিবসটি উপলক্ষে উওম মেষ পালক কাথিড্রালের কবরস্থানে কবর আর্শীবাদ ও পবিএ খ্রিষ্টযাগ উৎর্সগ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল জের্ভাস রোজারিও এবং তাঁকে সহযোগিতা করেন পাল-পুরোহিত পৌল গমেজ।
মোমবাতি আর ফুল দিয়ে সাজানো হয় সমাধীক্ষেত্র। খ্রিষ্টযাগের শুরুতে কবরস্থানে পবিত্র জলসিঞ্চনের মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকল মৃতব্যাক্তির আত্মার চিরশান্তি কামনা করে খ্রিষ্টযাগ উৎর্সগ করা হয়।
পর্বীয় খ্রিষ্টযাগে রাজশাহী শহরস্থ কলিমনগর, কমলাপুর, মিয়াপাড়া, বাগানপাড়া, টালিপাড়া এবং মহীষবাথানসহ শহরে বসবাসকারী প্রায় চারশত খ্রিষ্টভক্ত অংশগ্রহণ করেন।
ডিসিনিউজ/আরবি.এসকে. ২ নভেম্বর ২০১৮