ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজশাহী কারিতাসের সাবেক আঞ্চলিক পরিচালক ডেনিস সি বাস্কে’র সম্মানে স্মরণ সভা

রাজশাহী কারিতাসের সাবেক আঞ্চলিক পরিচালক ডেনিস সি বাস্কে’র সম্মানে স্মরণ সভা

0
395

কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক ডেনিস সি বাস্কে’র সম্মানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর ) রাজশাহী কারিতাসের ফাদার চেস্কাতো সম্মেলন কেন্দ্রে এ স্মরণ সভার আয়োজন করে কারিতাস রাজশাহী। উক্ত স্মরণ সভায় কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক ফ্রান্সিস অতুল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট এবং রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশের জিবি/ইবি বোর্ডের সদস্য এবং রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার পল গমেজ, কারিতাস বাংলাদেশ অর্থ ও প্রশাসন বিভাগে সহকারী নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, রাজশাহী কারিতাসের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তাসহ রাজশাহী কারিতাসের কর্মকর্তা, আরপিইসি সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীগণ।

সভায় বিশপ জের্ভাস রোজারিও বলেন, ‘ডেনিস বাস্কে ছিলেন অত্যন্ত পরিশ্রমী, সৎ, প্রতিশ্রুতিবদ্ধ ও আর্দশবান। ছাত্র হিসেবে ও তিনি ছিলেন মেধাবী। একজন পরিচালক হিসেবে তিনি তার কর্মদক্ষতা দিয়ে মানুষকে স্বপ্ন দেখাতেন।’ স্মৃতিচারণ করে অতুল ফ্রান্সিস সরকার বলেন, ‘প্রয়াত ডেনিস বাস্কে ছিলেন ঈশ্বরের দেওয়া আমাদের জন্য একটি উপহার এবং রাজশাহী কারিতাসের জন্য ইতিহাস। তিনি আদিবাসীদের অর্থনৈতিক উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের পথ দেখিয়েছেন এবং এ পথযাত্রায় সামাজিক কোন অসংগতি না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছেন।’

প্রয়াত ডেনিস সি বাস্কে’র সহধর্মিণী সবিতা মারান্ডী বলেন, ‘অকাল প্রয়াত ডেনিস বাস্কে আমাদের মাঝে দৃশ্যমান না থাকলেও উপলব্ধি করি তিনি আমাদের মাঝে রয়েছেন।কারিতাস পরিবার ও খ্রীষ্টমন্ডলীতে তার অবদান সম্পর্কে মানুষের ভালবাসার কারণে তার চলে যাওয়ার কষ্টকে হালকা করতে পারছি।’

উল্লেখ্য,গত ১৯ আগষ্ট তিনি স্টোক করে মৃত্যুবরণ করেন।স্মরণ অনুষ্ঠানে তার বিদেহী আত্নার চিরশান্তি কামনা ও তার পরিবারের সদস্য সদস্যাদের প্রতি কল্যাণ কামনা হয় ।