শিরোনাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৬তম বিজয় দিবস উদযাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর প্রথম প্রহরে ১২টা ১মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সোবানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ,রেজিস্টার, এবং সকল হলের প্রভোষ্টের পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত ও জাতীয়তা পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ভোর হতে বর্ণাঢ্য বিজয় র্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজশাহী শহরের বিভিন্ন স্কুল, কলেজের এবং মণিহারা থানার মুক্তিযুদ্ধার পুএ কন্যার ব্যানারে মুক্তিযুদ্ধার সন্তান এবং সর্ব স্তরের মানুষ বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর দিবস উপলক্ষে BNCC ও রোভারস্কাউট আয়োজিত মার্চ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সোবান।
দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ৪৬তম বিজয় দিবস পালিত হয়।
আরবি/আরপি/১৭ ডিসেম্বর, ২০১৭