ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল ঘোষণার প্রথম ৭ই মার্চ পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল ঘোষণার প্রথম ৭ই মার্চ পালন

0
438

ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা অবিস্মরণীয় গৌরবের এক অনন্য দিন।

সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে গত বছর অক্টোবরে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তাই এবার অনেকটা জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।

দিবসটি পালনে বুধবার সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে কেন্দ্রিয় কর্মসূচী শুরু হয়।

এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের  ও আবাসিক হলে শিক্ষক, শিক্ষার্থী সবস্তরের জন সাধারণ।

পরে সংক্ষিপ্ত আলোচনা শেষ  আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

আরবি.আরপি.৮ মার্চ, ২০১৮