ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজাবাজারে খ্রিষ্টভক্তদের নিজস্ব অর্থায়নে নির্মিত চ্যাপেল উদ্বোধন

রাজাবাজারে খ্রিষ্টভক্তদের নিজস্ব অর্থায়নে নির্মিত চ্যাপেল উদ্বোধন

0
423

ডিসিনিউজ ॥ ঢাকা

রাজধানীর রাজাবাজারে সম্পূর্ণ সাধারণ খ্রিষ্টভক্তদের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হলো যিশু হৃদয়ের চ্যাপেল ও কমিউনিটি হল। রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির উদ্যোগে এটি নির্মিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চ্যাপেলটি আশীর্বাদের মধ্য দিয়ে উদ্বোধন করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বনিফাস গমেজ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও চ্যাপেল কমিটির কনভেনর বাবু মার্কুজ গমেজ, রাজাবাজারে সন্তান ও মোহাম্মদপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ডেভিড গমেজ। 

১১৭০ স্কয়ার ফিটের ফ্ল্যাট ক্রয় করে সেখানে নির্মাণ করা হয়েছে যিশু হৃদয়ের চ্যাপেল এন্ড কমিউনিটি হলটি।  রাজাবাজারে ৪ শতাধিক ক্যাথলিক খ্রিষ্টান পরিবার বসবাস করে। এখানকার খ্রিষ্টভক্তদের কথা চিন্তা করেই নির্মাণ করা হয়েছে এই চ্যাপেলটি, বলছিলেন রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজ। তিনি ডিসিনিউজকে বলেন,  রাজাবাজারের অনেক বয়স্ক ও অসুস্থ ব্যক্তির পক্ষে ফার্মগেইটের ওভার ব্রিজ পার হয়ে তেজগাঁও হলি রোজারি গির্জায় যাওয়াটা কষ্টের। সবার গাড়ি নাই বা ব্যয় সাপেক্ষ ব্যাপার। তাই খ্রিষ্টভক্তদের  দীঘদিনের প্রত্যাশা ছিল এখানে একটি চ্যাপেল বা গির্জিকা নিমাণের। তারা নিজেরা উদ্যোগ নিয়ে ফান্ড গঠন করেন।  আজ তা বাস্তবে রূপ নিল। এটি শুধু মাত্র ধর্মীয় কাজে ব্যবহার করা হবে বলে তিনি জানান।

চ্যাপেল নির্মাণ কমিটির কনভেনর বাবু মার্কুজ গমেজ ডিসিনিউজকে বলেন, ‘আমরা সম্পূর্ণ সাধারণ  খ্রিষ্টভক্তদের অর্থায়নে নির্মাণ করেছি এই যিশু হৃদয়ের চ্যাপেল ও কমিউনিটি হলটি। এখানে খ্রিষ্টমন্ডলী বা কোনো বৈদেশিক অনুদান নেওয়া হয়নি। এই চ্যাপেলটি নির্মাণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

রাজাবাজারের স্থায়ী বাসিন্দা ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট মি: গমেজ আরো বলেন, ‘চ্যাপেলে খ্রিষ্টযাগের পাশাপাশি শিশুদের জন্য ধর্মশিক্ষার ক্লাশ, রাজাবাজারের কোনো খ্রিষ্টভক্ত মারা গেলে, তাঁর আত্মার কল্যাণে প্রার্থনাসহ যেকোনো ধর্মীয় অনুষ্ঠান এখানে করা হবে।’

তিনি চ্যাপেল নির্মাণে ঢাকা ক্রেডিট, হাউজিং সোসাইটিসহ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে যারা অনুদান দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

চ্যাপেল উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বনিফাস গমেজ রাজাবাজারের সাধারণ  খ্রিষ্টভক্তদের চ্যাপেল নির্মাণের উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানান। তিনি বলেন, রাজাবাজার থেকে তেজগাঁও গির্জার দূরত্ব খুব বেশি না। হেঁটে যাওয়া-আসা করা যায়। কিন্তু রাজাবাজারবাসীর জন্য চ্যালেঞ্জ হলো ফার্মগেটের ওভার ব্রিজ। ওই ওভার ব্রিজ দিয়ে খুব সতর্কভাবে চলাচল করতে হয় এবং বয়স্কদের জন্য অনেক কষ্টের।

তিনি বলেন, ‘আমি আজ খুবই আনন্দিত যে খ্রিষ্টভক্তরা নিজেরা উদ্যোগ নিয়ে নিজেদের অর্থায়নে আত্মার যত্ন নিতে এই চ্যাপেল নির্মাণ করেছেন। এখানে বিভিন্ন সময় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হবে এবং ধর্মক্লাশ প্রদান করা হবে। তবে চ্যাপেলের পবিত্রতা বজায় রাখার অনুরোধ করি।’

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা রাজাবাজারের সাধারণ খ্রিষ্টভক্তদের উদ্যোগে চ্যাপেল নির্মাণকে খুবই সুন্দর উদ্যোগ উল্লেখ করে বলেন, ‘আশা করি এই গৃহ সুন্দরভাবে ব্যবহৃত হবে। আমি আপনাদের উদ্যোগের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো।’

হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন বলেন, যেসব এলাকায় গির্জা নাই, সেইসব এলাকায় রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সিমিতির এই উদ্যোগ দৃষ্টান্ত হতে পারে। আশা করি তারা ছোট ছোট গির্জা নির্মাণ করে খ্রিষ্টের উপস্থিতি অন্তরে অনুভব করতে পারি।

রাজাবাজারের স্থায়ী অধিবাসী জাসিন্তা রোজারিও বড়দিনের পর থেকে অসুস্থ থাকার কারণে তেজগাঁও গির্জায় যেতে পারেননি। ফার্মগেটের ব্রিজে উঠতে তাঁর কষ্ট হয়। মিসেস রোজারিও ডিসিনিউজকে বলেন, ‘আজ রাজাবাজারে চ্যাপেল উদ্বোধন হওয়াতে আমি খুবই খুশি। যখন ইচ্ছা তখনই এসে আমি চ্যাপেলে প্রার্থনা করতে পারবো। যাঁরা এই উদ্যোগ নিয়ে চ্যাপেল তৈরি করেছেন তাদের আমি কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, চ্যাপেল নির্মাণ উপলক্ষে তিনিও অনুদান দিবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর মনিকা গমেজ, পাপিয়া রিবেরূ, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য বার্নার্ড পংকজ ডি’রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, চিফ অফিসার জোনাস গমেজ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির সম্পাদক ফ্লোরেন্স গমেজ।