ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ০৭ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির ২৫ বছরের রজত জয়ন্তী পালন

রাজাবাজার খ্রীষ্টান কল্যাণ সমিতির ২৫ বছরের রজত জয়ন্তী পালন

0
221
রাজাবাজারের যিশু হৃদয়ের চ্যাপেলে বিশেষ প্রার্থনা ও খ্রিষ্টযাগ, কেক কাটা, মোমবাতি প্রজ্জ্বলন, জুবিলির স্মরণিকার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে।

ডিসিনিউজ ।। ঢাকা

অনুষ্ঠিত হলো রাজাবাজার কল্যাণ সমিতির ২৫ বছরের রজত জয়ন্তী উৎসব।

সমিতির প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত জুবিলি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ ওএমআই এবং গেস্ট অব অনার তেজগাঁও চার্চের পাল-পুরোহিত সুব্রত বি. গমেজ।

২৩ সেপ্টেম্বর, রাজাবাজারের যিশু হৃদয়ের চ্যাপেলে বিশেষ প্রার্থনা ও খ্রিষ্টযাগ, কেক কাটা, মোমবাতি প্রজ্জ্বলন, জুবিলির স্মরণিকার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে।

আর্চবিশপ বিজয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র খ্রিষ্টযাগ অর্পন করেন। তাঁকে সহযোগিতা করেন ফাদার সুব্রত গমেজ এবং ফাদার তুষার গমেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, রাজাবাজার কল্যাণ সমিতির উপদেষ্টা ও চ্যাপেল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, খ্রীষ্টান হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, তেজগাঁও চার্চের সহকারী পাল-পুরোহিত ফিলিপ তুষার গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও রাজাবাজারের খ্রিষ্টভক্তগণ।

আর্চবিশপ বিজয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র খ্রিষ্টযাগ অর্পন করেন। তাঁকে সহযোগিতা করেন ফাদার সুব্রত গমেজ এবং ফাদার তুষার গমেজ।

২৫ বছরের জুবিলির স্মারক হিসেবে অতিথি, উপদেষ্টা ও বর্তমান ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে ২৫টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

খ্রিষ্টযাগের পর সংক্ষিপ্ত আলোচনা ও নানান আয়োজনে জুবিলি অনুষ্ঠান উদযাপন করা হয়।

শুরুতেই সমিতির প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজ প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথি এবং জুবিলি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি এ সময় যারা রাজাবাজার কল্যাণ সমিতি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন এবং ২৫ বছর ধরে নেতৃত্ব ও সহযোগিতা দিয়ে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও যারা যিশু হৃদয়ের চ্যাপেল প্রতিষ্ঠায় আর্থিক ও অন্যান্য সহযোগিতা দিয়েছেন, তাদেরও ধন্যবাদ জানান। তিনি জুবিলি অনুষ্ঠান সার্থক ও সাফল্যমন্ডিত করতে সবাইকে আহ্বান করেন।
প্রধান অতিথি আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ বলেন, ‘যেকোনো প্রতিষ্ঠানের জন্যই রজত জয়ন্তী পালন তাৎপর্য ও আনন্দের বিষয়। ২৫ বছরের পথ পরিক্রমায় একটি প্রতিষ্ঠান শৈশব-কৈশর পেরিয়ে পূর্ণতার পথে আসে। আজকে রাজাবাজার কল্যাণ সমিতির রজত জয়ন্তীর উৎসবে থাকতে পেরে আমি আনন্দিত। রাজাবাজার কল্যাণ সমিতি ধর্মীয় ও সামাজিক বন্ধন দৃঢ়তর করার জন্য কাজ করে যাচ্ছে। সেই সাথে তাদের নেতৃত্বে যিশু হৃদয়ের চ্যাপেল প্রতিষ্ঠা ধর্মীয় সাক্ষ্যবহন করছে।’

বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও রাজাবাজারের খ্রিষ্টভক্তগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গেস্ট অব অনার ফাদার সুব্রত বি. গমেজ রাজাবাজার কল্যাণ সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘রাজাবাজার কল্যাণ সমিতি সামাজিক ও ধর্মীয় কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের নেতৃত্বে চ্যাপেল প্রতিষ্ঠা হয়েছে। আশা করি, তারা সিস্টার হাউজসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও গড়ে তুলবে।’

জুবিলি অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে ও ভবিষ্যৎ প্রজন্মের জানার জন্য জুবিলি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

এ ছাড়াও এদিন শুভেচ্ছা ও ধন্যবাদমূলক বক্তব্য রাখেন নির্মল রোজারিও, বাবু মার্কুজ গমেজ, পংকজ গিলবার্ট কস্তা, আগস্টিন পিউরীফিকেশন, হেমন্ত আই. কোড়াইয়া, বাপ্পী মন্ডল, সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস গমেজ ও মার্কাস গমেজ এবং উপদেষ্টা ডা. ফ্লোরেন্স রড্রিকস্ প্রমুখ।

অনুষ্ঠানে, ২৫ বছরের জুবিলির স্মারক হিসেবে অতিথি, উপদেষ্টা ও বর্তমান ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে ২৫টি মোমবাতি প্রজ্জ্বলন করা, জুবিলির কেক কাটা এবং জুবিলি অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে ও ভবিষ্যৎ প্রজন্মের জানার জন্য জুবিলি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথি’র হাতে সমিতির প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজ সম্মাননা স্মারক তুলে দেন।

এ ছাড়াও প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথি’র হাতে সমিতির প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজ সম্মাননা স্মারক তুলে দেন। পরে প্রধান অতিথি সমিতির বর্তমান ব্যবস্থাপনা কমিটির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জুবিলি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ফ্লোরেন্স গমেজ।