ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৫ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাণী দ্বিতীয় এলিজাবেথ’র আত্মার কল্যাণ কামনায় বিশেষ খ্রিষ্টযাগ ও প্রার্থনা

রাণী দ্বিতীয় এলিজাবেথ’র আত্মার কল্যাণ কামনায় বিশেষ খ্রিষ্টযাগ ও প্রার্থনা

0
192

ডিসিনিউজ ।। ঢাকা

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ’র আত্মার কল্যাণ কামনায় বিশেষ খ্রিষ্টযাগ ও প্রার্থনা সভার আয়োজন করেছে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

১১ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৮টায় খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও’র নেতৃত্বে তেজগাঁয় চার্চে এই খ্রিষ্টযাগ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ দিন বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ড. ফাদার মিন্টু পালমা।

বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ড. ফাদার মিন্টু পালমা ।

খ্রিষ্টযাগের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ট্রাস্টের সচিব নির্মল রোজারিও’র সভাপতিত্বে। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল জেমস সুব্রত হাজরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিওসহ আরো অনেকে।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ট্রাস্টের সচিব নির্মল রোজারিও বলেন, ‘রাণী এলিজাবেথ ৯৬ বছর বেঁচে ছিলেন এবং দীর্ঘ সময় রাণীর দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তিনি পৃথিবীর জন্য অনেক আদর্শ রেখে গেছেন। তিনি বিভিন্নভাবে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে। সেই সাথে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রাণীর আত্মার কল্যাণে প্রার্থনানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা রাণীর বিদায়ে মর্মাহত। আমরা তাঁর আত্মার কল্যাণ কামনা করি।’

এ ছাড়াও অন্যান্য বক্তাগণ রাণীর বিভিন্ন আদর্শ নিয়ে আলোচনা এবং রাণীর আত্মার চিরশান্তি কামনা করেন।

সাক্ষাতের পর প্রতিনিধি দল শোকলিপিতে তাদের শোকবার্তা লিপিবদ্ধ করে, রাণী এলিজাবেথের আত্মার চিরকল্যাণ কামনা করেন।

আলোচনা সভা শেষে কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দল গুলশানে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনে যান রাণী দ্বিতীয় এলিজাবেথ’র প্রতি শ্রদ্ধা ও শোক জানাতে।

এ সময় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাণী এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানান। সেই সাথে বাংলাদেশের সাথে ব্রিটেনের বন্ধুসুলভ সম্পর্ক বজায় থাকবে বলেও তারা উল্লেখ করেন।

সাক্ষাতের পর প্রতিনিধি দল শোকলিপিতে তাদের শোকবার্তা লিপিবদ্ধ করে, রাণী এলিজাবেথের আত্মার চিরকল্যাণ কামনা করেন।