শিরোনাম :
রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
‘ফার্মাসিস্টই আপনার ওষুধ বিশেষজ্ঞ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়েরর্ফামেসী বিভাগের আয়োজনে এক র্যালী বের করা হয়। র্যালীটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
পরে বিভাগের সম্মেলন কক্ষে ‘ফার্মাসিস্ট ইউর মেডিসিন এক্সর্পাট’ বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিভাগের চেয়াম্যান প্রফেসর আকতার উজ্জামান চৌধুরীবলেন, ‘মৌলিক চাহিদার অন্যতম একটি হলো স্বাস্থ্যসেবা| এই স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম ভূমিকা পালন করে ফামাসিস্টরাই। বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ১৮২ দেশের ওষুধ রপ্তনিহচ্ছে| যা কেবল সম্ভব হয়েছে ফার্মাসিস্টদের অক্লান্ত পরিশ্রমের ফলে।সরকারর যদি ফার্মেসী শিক্ষায় সহযোগিতা অব্যাহত রাখে তবে দেশের রপ্তানি আয়ে ওষুধ শিল্প অন্যতম ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’ এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বিভাগের সামনে দিবসটি উপলক্ষে স্থাপিত ভ্রাম্যমান স্টলে বিনামূল্যে রক্তের গ্রুপ ও রক্তচাপ পরীক্ষা করা হয়।
আরবি.এসকে. ২৬ সেপ্টেম্বর ২০১৮