ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রোহিঙ্গাদের ‘অতিথির মতো’ সম্মান দেয়ার মানবিক আহ্বান প্রতিমন্ত্রী বীর বাহাদুরের

রোহিঙ্গাদের ‘অতিথির মতো’ সম্মান দেয়ার মানবিক আহ্বান প্রতিমন্ত্রী বীর বাহাদুরের

0
319
ছবি : ফাইল ফটো

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে অতিথির মতো আচরণ করার উদাত্ত আহ্বান জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং। তিনি গত ২০ সেপ্টেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বিশেষ মতবিনিময় সভায় এ কথা বলেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ও ঘুমধুম সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের তালিকা তৈরী, উখিয়ার আশ্রয় শিবিরে সরিয়ে নেয়া এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদানের জন্য এ সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ বাড়িতে অতিথি এলে আমরা যেভাবে তাদের সম্মান দেখাই, তাদের থাকা খাওয়াসহ সেবাযতœ করি, নিজেদের সামর্থ্যের মধ্যে সেটাই করতে হবে। তারা যেন কোনোভাবেই অমানবিক আচরণ ও তুচ্ছ তাচ্ছিল্যের শিকার না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে’। মাননীয় প্রধান মন্ত্রীও এ বিষয়ে আমাদের আহ্বান জানিয়েছেন এবং তাদের আশ্রয় দেয়ার প্রতিশ্র“তি দিয়েছেন’। রোহিঙ্গাদের থাকা খাওয়াসহ সকল প্রকার সহযোগিতা সরকারীভাবে দেয়া হচ্ছে। রোহিঙ্গাদের কারও পরিবারে নিয়ে না রাখারও আহ্বান জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দবানের মাননীয় জেলা প্রশাসক জনাব দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল আজিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামরুজ্জামান, আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্র“ মারমা ও বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী।

উক্ত সভায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল আজিম স্থানীয়দের প্রতি হুঁশিয়ারী উল্লেখ করে বলেন, ‘আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা শরণার্থীদের অসহাত্বের সুযোগ নিয়ে কেউ যদি তাদের গরু, ছাগল এবং অন্যান্য মুল্যবান সামগ্রী কম মূল্যে ক্রয় করে বা অসৎ কোন পাঁয়তারা করে তাহলে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। কোনভাবেই রোহিঙ্গাদের প্রতি অমানবিক আচরণ সহ্য করা হবে না’।

সভায় উপস্থিত সকলে মাননীয় প্রতিমন্ত্রীর এ বক্তব্যে অনুপ্রানিত হয়েছেন।

আরবি/২৩ সেপ্টেম্বর, ২০১৭