ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি মিয়ানমারের

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি মিয়ানমারের

0
284

মিয়ানমার সরকার সেদেশের রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রোহিঙ্গা নির্যাতনের উপর একজন পুলিশ কর্মকর্তার ধারণকৃত ভিডিওটি প্রথমবারের মত সোশ্যাল মিডিয়ায় আসার পর সারা বিশ্বে তোলপাড় শুরু হয়।বিশ্বব্যাপী ওঠে প্রতিবাদের ঝড়। এরপর ওই রোহিঙ্গা নির্যাতনের ভিডিওটিকে যথেষ্ট আমলে নিয়েছে মিয়ানমার সরকার।

রোহিঙ্গারা বিভিন্ন সময়ে রাখাইন রাজ্যে তাদের উপর চলা নির্যাতনের চিত্র প্রকাশ করলেও মিয়ানমার সরকার বারবার তা প্রত্যাখ্যান করে আসছিল।

এরপর মিয়ানমার কর্তৃপক্ষ এখন প্রতিশ্রুতি দিয়েছে তারা ঐ ভিডিওটির আলোকে প্রয়োজনীয় সবধরণের  পদক্ষেপ নেবে।

সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়া পুলিশের ধারণকৃত ওই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মকর্তারা রোহিঙ্গা মুসলমানদের মারধর করছে।

বিষয়টি স্বীকার  করে নিয়ে মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নভেম্বরে সংঘর্ষের দুইদিন পরেই রাখাইন রাজ্যে এই ঘটনা ঘটেছে ।

2সেই সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। মিয়ানমার সরকার এ পর্যন্ত এটা বলে এসেছে, ঐ রাজ্যে নিরাপত্তা বাহিনিী সবসময় নিয়ম মেনেই কাজ করছে।

এর আগে রোহিঙ্গাদের নিজেদের দ্বারা ধারণ করা এ ধরণের মারধরের ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেলেও সেগুলো ভূয়া বলে বাতিল করে দিয়েছিল সরকার।

এমনকি বিগত তিন মাস ধরে ঐ এলাকায় কোন পর্যবেক্ষকের প্রবেশাধিকারের ব্যাপারে এখনও নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

এসএন/আরপি/আরবি/২ জানুয়ারি, ২০১৭