শিরোনাম :
র্যাংকসটেল নিয়ে এলো ‘সর্বোচ্চ গতির’ ইন্টারনেট সেবা
দেশে তথ্য প্রযুক্তির ইতিহাসে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা চালু করলো র্যাংকসটেল।
৮ জানুয়ারি, রোববার রাজধানীর একটি হোটেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম দ্রুতগতির এই ইন্টারনেট সেবার উদ্বোধন করেন।
র্যাংকসটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভয়েসের পাশাপাশি এক হাজার এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) স্পিডের ডেটা সেবা গ্রাহকের ‘ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে’।
তারানা হালিম বলেন, র্যাংকসটেলের দ্রুততম ইন্টারনেটের সেবা শুধু কর্পোরেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, “সেবার মান নিশ্চিত করতে হবে। একজন গ্রাহক যদি মানসম্মত সেবা পান সেটা ডাক ও টেলিকম বিভাগের সফলতা, সরকারের সফলতা। আমরা চাই র্সবোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, র্যাংকসটেলের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এবং র্যাংকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় র্যাংকসটেলের পথচলার উপর একটি অডিও-ভিজুয়াল প্রদর্শন করা হয়।
এসএন/আরবি/আরপি/ ১০ জানুয়ারি, ২০১৭