শিরোনাম :
লকডাউন ও আড্ডা (স্বপন রোজারিও’র কবিতা)
লকডাউন ও আড্ডা
স্বপন রোজারিও (মাইকেল)
পাড়া-গলিতে মানুষের ভিড়
চলছে ভীষণ আড্ডা,
অযথাই চলছে মানুষ
যেন যাবে বাড্ডা।
কেউ বা খাচ্ছে পান
কেউ কিনছে ঈদের সেমাই,
ব্যবসায়ীরা দোকান খুলে
করছে ‘টু-পাইস’ কামাই।
কিসের লকডাউন চলছে?
গলিতে নাই তার ছাপ,
অলস মানুষ বসে বসে
চা-এ মারছে ঝাঁপ।
সবজির যে আকাল চলছে
পেতে ভীষণ দাম,
এক কেজি সবজি কিনতে
ছুটে যাচ্ছে ঘাম।
জানি না মানুষ কেন
থাকতে চায় না ঘরে?
তাহলে কি করোনায়
যেতে চায় মরে?
এতো সুন্দর পৃথিবী
সুন্দর ঐ বাগান,
মানুষ বিনা কি ভাবে
গাইবে পাখি গান?
ঘরে না থাকলে আমাদের
মারবে করোনা থাবা,
এ যাত্রায় আমাদের
রক্ষা করবে কে’বা?
তাই আসুন ঘরে থেকে
করি লকডাউন পালন,
স্বাস্থ্যবিধি পালন করি
জীবন করি লালন।