শিরোনাম :
লক্ষীপুরে ওয়াইসিএস এনিমেটর ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সুবর্ণ পাথাং ॥ শ্রীমঙ্গল
সিলেট ধর্মপ্রদেশের মৌলভীবাজারের কুলাউড়ার লক্ষীপুর মিশনে গত ১-২আগস্ট বিভিন্ন ধর্মপল্লীর যুবাদের নিয়ে ওয়াইসিএস এনিমেটর ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সেন্ট ইউজিন হিউম্যান ফরমেশন এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে সিলেট ডায়োসিসের যুব কমিশনের আয়োজনে ও সিলেট ডায়োসিসের সহযোগিতায় সিলেট যুব কমিশনের কো-অডির্নেটর ফাদার ভ্যালেন্টাইন তালাং ওএমআই এর সভাপতিত্বে ওয়াইসিএস এনিমেটর ট্রেনিং অনুষ্ঠিত হয়।
দুইদিন ব্যাপি ট্রেনিং প্রোগ্রামে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার দিগন্ত চাম্বুগং সিএসসি, সিলেট যুব কমিশনের সদস্য আশিষ দিও ও সিলেট যুব কমিশনের সেক্রেটারী সিস্টার ঐশী দফো।
ট্রেনিং প্রোগ্রামে সভাপতি ফাদার ভ্যালেন্টাইন তালাং ওএমআই বলেন, সিলেট ধর্মপ্রদেশের ওয়াইসিএস ইউনিট গুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। তিনি প্রত্যেক এনিমেটরদেরকে আহব্বান করেন যাতে নিজ নিজ ধর্মপল্লীতে ফিরে গিয়ে ওয়াইসিএস ইউনিটগুলোকে সক্রিয় করা হয়।
সিলেট যুব কমিশনের সদস্য আশিষ দিও কীভাবে ওয়াইসিএস ইউনিট ও সেল মিটিংগুলো পরিচালনা করতে হয় তা এনিমেটরদেরকে বুঝিয়ে দেন।
আরবি.এসপি. ৩ আগস্ট ২০১৯