ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ০৯ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৫ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ফিচার লালবাগ স্পোর্টিং ক্লাবের ‘মানবতার দেয়াল’

লালবাগ স্পোর্টিং ক্লাবের ‘মানবতার দেয়াল’

0
968

দেয়ালের হ্যাংগারে ঝুলানো প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড় সহ বিভিন্ন টাইপের কাপড়। দেয়ালে লেখা- ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়া যান’। এমন অভিনব উদ্যোগের নাম ‘মানবতার দেয়াল’।

পুরান ঢাকার লালবাগ স্পোর্টিং ক্লাব। খেলার পাশাপাশি সামাজিক কাজেও মন ক্লাব কর্মকর্তাদের। আর তাই ভবনের বাইরের দেয়ালে সাজিয়ে রাখা হয়েছে শীতের কাপড়। নিজের প্রয়োজনমতো যে কেউ সেখান থেকে প্রয়োজনীয় কাপড় নিতে পারবেন। অনন্য এই উদ্যোগের নাম ‘মানবতার দেয়াল’। এখানে যে কেউ নতুন বা পুরোনো কাপড় অন্যের জন্য রেখে যেতে পারেন। আর প্রয়োজন হলে তিনি অপর একটি কাপড় সেখান থেকে নিয়েও যেতে পারবেন।
ক্লাবের দপ্তর সম্পাদক আসাদুর রহমান বলেছেন, ‘আমাদের এক ছোট ভাই আসাদ আশরাফ ফেসবুক থেকে এই আইডিয়া পায় এবং সে–ই প্রথম উদ্যোগ নেয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের আরেক সংগঠন ঢাকাইয়া ঐক্যের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় এই কার্যক্রম আমরা ছড়িয়ে দিতে চাই।’

উল্লেখ্য, অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘মানবতার দেয়াল’। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে খুব দ্রুতই ভাইরাল হয়েছে। এমন অভিনব আইডিয়াকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মানবতার দেয়াল গড়ে তুলেছে অনেক সামাজিক সংগঠন ও উদ্যমী তরুণেরা। জাহাঙ্গীরের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা,কুলাউড়ার ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা ফেসবুক গ্রুপ ’, খুলনার নতুন রেলস্টেশনের পূর্ব পাশে ওয়াব নামের সংগঠনের ব্যানারে গড়ে উঠেছে ‘মানবতার দেয়াল’।

ডিসিনিউজ/আরবি.পিবি. ২১ জানুয়ারি ২০১৯