ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ লেখক ফোরামের সাহিত্য আড্ডা

লেখক ফোরামের সাহিত্য আড্ডা

0
346

ডিসিনিউজ ॥ ঢাকা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো খ্রিষ্টান লেখকদের সাহিত্য আড্ডা।
২৭ ফেব্রুয়ারি তেজগাঁও গির্জা প্রাঙ্গণে অবস্থিত ঢাকা আর্চডায়োসিস সেন্টারের হলরুমে বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরাম আয়োজিত এই সাহিত্য আড্ডায় ফোরামের মুখপত্র আর্শি-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি গল্পকার খোকন কোড়ায়া। অনুষ্ঠানে বিশিষ্ট লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, সুনীল পেরেরা, অমৃত বাড়ৈ, বার্থা গীতি বাড়ৈ, ফাদার কমল কোড়াইয়া, ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু, সিস্টার মেরী প্রশান্ত এসএমআরএ, ভিক্টর কে রোজারিওসহ প্রায় ২১ জন লেখক-লেখিকা। অনুষ্ঠান সঞ্চলনা করেন ফোরামের সেক্রেটারি সুমন কোড়াইয়া।


সভার শুরুতে স্বাগত বক্তব্যে ফোরামের সভাপতি খোকন কোড়ায়া ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি সকলকে আড্ডায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
লেখকগণ নিজের পরিচায় দেন ও তাঁরা কোন ধরণের লেখা চর্চা করেন তা সহভাগিতা করেন। এ ছাড়া বেশ কয়েকজন লেখক-লেখিকা তাদের স্বরচিত লেখা পাঠ করেন। জমে ওঠে প্রাণবন্ত এক সাহিত্য আড্ডা। আলোচনা করা হয় লেখকদের কোন কোন বই পাঠ করা উচিত। সমাজের কোন কোন বিষয় নিয়ে লেখা প্রয়োজন।
আড্ডায় ড. আলো ডি’রোজারিও লেখকদের বলেন, লেখার আগে প্রচুর পড়তে হয়। তিনি সেই ধারা অব্যাহত রেখেছেন। তিনি নিজে প্রবন্ধ লিখে থাকেন, তবে তাঁর কবিতা পড়তে খুব ভালো লাগে বলে তিনি সহভাগিতা করেন।


ফাদার কমল কোড়াইয়া বলেন, সমাজের লেখকদের পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে, তাঁদেরকে পৃষ্ঠপোষকতার প্রয়োজন। তিনি উল্লেখ করেন, খ্রিষ্টান সম্প্রদায়ে বড়দিন-ইস্টারে অনেক স্মরণিকা বের হয়। সেগুলো মূলত প্রকাশ করা হয় সংগঠনের তহবিল সংগ্রহের জন্য। তবে সেগুলোর সাহিত্যমান নিয়ে প্রশ্ন রয়েছে। এই বিষয়গুলো নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
বার্থা গীতি বাড়ৈ মনে করেন খ্রিষ্টান লেখকদের একটি বসার স্থান এবং একটি কেন্দ্রীয় লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন, যেখানে লেখক-পাঠকরা নিয়মিত বসে আড্ডা দিতে এবং বই পড়তে পারবেন।
অন্যান্য লেখক-লেখিকাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জুই বি কস্তা, মিনু গরেট্টী কোড়াইয়া, দিপালী এম গমেজ, মিল্টন রোজারিও, উইলিয়াম গমেজ, জ্যাষ্টিন গোমেজ, লাকী ফ্লোরেন্স কোড়াইয়া, সুবীর লরেন্স গমেজ, শর্মিলা গোমেজ, হেলেন কাপালী, মেবার্ট ল গণছালভেস, মনির চিছাম (সাংমা) প্রমুখ।
বাংলাদেশ খ্রিস্টান লেখক ফোরাম দেশের খ্রিষ্টান লেখকদের সাহিত্য চর্চার একটি প্লাটফর্ম। এখানে লেখকরা একত্রিত হয়ে সাহিত্য ও বই নিয়ে আলোচনা করেন। তাঁরা স্বরচিত লেখা পাঠ করা ছাড়াও এই সংগঠন তাদের মুখপত্র আর্শি প্রকাশ করে থাকেন। আয়োজন করে থাকেন লেখক কর্মশালা।