ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট শহীদ বেদিতে ডিসি চাইল্ড কেয়ারের শিশুদের পুষ্পার্ঘ্য অর্পন

শহীদ বেদিতে ডিসি চাইল্ড কেয়ারের শিশুদের পুষ্পার্ঘ্য অর্পন

0
1027

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদার্ঘ্য নিবেদন করেছেন।

২০ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৯টায় মনিপুরিপাড়ায় ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রতীকী শহীদ বেদিতে শিশুরা ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা বাড়ার সাথে সাথে অভিভাবকেরা শিশুদের নিয়ে ডিসি চাইল্ড কেয়ার সেন্টারে জড়ো হতে থাকেন। প্রত্যেকের গায়ে সাদা-কালো জামা। এর আগে শিশুরা প্রভাত ফেরিতে অংশ নেয়। হাতে ফুল নিয়ে তারা প্রভাত ফেরিতে যোগ দেয়।
এ সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি বাজতে থাকে। IMG_3386

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সবাই কালো ব্যাজ ধারণ করেন। প্রভাত ফেরি তিনতলা থেকে শুরু হয়ে দু’তলায় নির্মিত শহীদ বেদির সামনে গিয়ে শেষ হয়। নেপথ্যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি বাজতে থাকে। একে একে ডিসি চাইল্ড কেয়ারের শিশু, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ঢাকা ক্রেডিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একসময় শহীদ বেদি ফুলে ফুলে ভরে যায়।

২১ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন। কারণ ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ বেশ ক’জন ছাত্র শহীদ হন। রক্তে রঞ্জিত হয় রাজপথ। তাদের রক্তের বিনিময়ে বাঙালী জাতি ফিরে পায় তার মায়ের ভাষা। 03পৃথিবীতে বাঙালীই একমাত্র জাতি যারা ভাষার জন্যে রক্ত দিয়েছে, জীবন বির্সজন দিয়েছে। পৃথিবীতে দ্বিতীয় আর কোন ইতিহাস নেই যারা ভাষার জন্যে, মাতৃভাষাকে সমুন্নত রাখার জন্যে প্রাণ দিয়েছে। জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনেস্কো ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। পরবর্তীতে ২০০০ সাল থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে। ২১ ফেব্রুয়ারি বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপনের চেতনা ও মূল্যবোধ নিয়ে প্রতিবছর আমাদের সামনে হাজির হয়। তাই একুশ আমাদের চেতনা, একুশ আমাদের অহংকার!

এসএস/আরপি/আরবি/ ২০ ফেব্রুয়ারি, ২০১৭