ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শাবিপ্রবির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শাবিপ্রবির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0
276

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো ফাল্গুনের প্রথম দিনে। ১৯৯১ সালের এইদিনে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয় এই বিশ্ববিদ্যালয়টিতে। এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী ও কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট জনেরা।

সাড়ে ১০টায় প্রশাসনিক ভবন থেকে বর্ণাঢ্য র‌্যালী নিয়ে বের হয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে মুক্তমঞ্চে এসে কেক কাটার মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সাধারন সম্পাদক জহির উদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়টি ১৯৯১খ্রিষ্টাব্দের ১লা ফাল্গুন তিনটি বিভাগ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দীর্ঘ ২৭ বছর অতিক্রম করে ২৮ বছরে পা দিল দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি। তাই এই প্রতিষ্ঠানের কার্যক্রম ও আনুষ্ঠানিকতার মাধ্যমে রূপ নিতে যাচ্ছে ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ে।

আরপি/আরআর/১৫ফেব্রুয়ারি২০১৮