ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ১৩ জানুয়ারী ২০২৫
বাংলা : ৩০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শাম্স শিল্পাঙ্গনের খুদেশিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্পমেলা

শাম্স শিল্পাঙ্গনের খুদেশিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্পমেলা

0
285

প্রতিবছরের মতো এবারও শাম্স শিল্পাঙ্গন আয়োজন করেছিল খুদেশিল্পী প্রতিযোগিতা ও দিনব্যাপী হস্তশিল্পমেলা। গত ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১০৪ মণিপুরীপাড়ার বিদ্যালয়প্রাঙ্গণে শাম্স শিল্পাঙ্গনের ‘ক্লাব প্রজাপতি’র সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠামালা। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিশু-কিশোর সমবেত হয়।

2প্রতিযোগিতার বিষয় ছিল ছড়াগান, দেশত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, লোকসংগীত, আবৃত্তি, অঙ্কন ও নৃত্য। সংগীতে রঞ্জন কুমার পাইক ও যোসেফ ম্যান্ডেজ, নৃত্যে তুষার চক্রবর্তী, আবৃত্তিতে মৌমিতা জান্নাত এবং অঙ্কনে মিন্টু দে বিচারকের দায়িত্ব পালন করেন। হস্তশিল্পমেলায় ছিল ১০টি স্টল। এসব স্টলে শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও ছিল হরেক রকম সামগ্রী। প্রতিটি স্টলেই ছিল দর্শক-ক্রেতাদের উপচে পড়া ভীড়।

1প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে পাঁচটায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শাম্স শিল্পাঙ্গনের ‘ক্লাব প্রজাপতি’র সদস্যরা সংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণীতে অতিথি ছিলেন চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ।

আরবি/আরপি/৯ মার্চ, ২০১৭