ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শায়েস্তাগঞ্জের মডেল কামিল মাদ্রাসায় কারিতাস সমতা প্রকল্পের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক সচেতনতামূলক সেমিনার

শায়েস্তাগঞ্জের মডেল কামিল মাদ্রাসায় কারিতাস সমতা প্রকল্পের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক সচেতনতামূলক সেমিনার

0
94

লুটমন এডমন্ড পডুনা।। সিলেট

কারিতাস সিলেট আঞ্চলিক অফিসের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের উন্নয়ন কেন্দ্র (ডিসিসিডি) সমতা প্রকল্পের আর্থিক সহায়তায় কারিতাস সমতা প্রকল্পের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

১৫ জুন, সকাল ১১টায় শায়েস্তাগঞ্জের মডেল কামিল এমএ মাদ্রাসায় শিক্ষা বিষয়ক এই সচেতনতামূলক সেমিনারে অন্তভর্‚ক্তিমূলক শিক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সাহাবুদ্দিন। সেমিনারের উদ্দেশ্য বিষয়ক আলোচনা করেন সমতা প্রকল্পের ব্রেইল রিসোর্স শিক্ষক সুমন সরকার।

এ ছাড়াও কারিতাস সাহায্য সংস্থার পরিচিতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন শায়েস্তাগঞ্জ উপধর্মপল্লীর পাল-পুরোহিত কল্লোল রোজারিও, সমতা প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইশারা ভাষা শিক্ষক গাজী খলিলুর রহমান, ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ’ বিষয়ে সহভাগিতা করেন মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার ও ব্রেইল রিসোর্স শিক্ষক স্বপন চন্দ্র কর্মকার।

এদিন বিভিন্ন পর্যায় ও ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত ও বৃদ্ধিকরণে আমাদের করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনায় মাদ্রাসার শিক্ষক ও গর্ভনিং বডির সদস্যগণ প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবেন এবং বিষয়টি প্রতিটি মাদ্রাসার মসজিদ ইমামদের সাথেও আলোচনা করার প্রতিশ্রুতি প্রদান করেন। কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের এই ধরনের ব্যতিক্রম উদ্যোগের জন্যে কারিতাস কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান স্থানীয় নেতৃবৃন্দ।