শিরোনাম :
শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে হবে : শিক্ষামন্ত্রী
নতুন প্রজন্মকে ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাতা বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে হবে। এ জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিকল্প নেই।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে ৪৭তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। রাজশাহীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেতৃত্বের গুণাবলী বিকাশে এগুলোর অবদান রয়েছে। খেলাধুলা মাদক ও জঙ্গিবাদ থেকে ছেলেমেয়েদের দূরে রাখবে। আর এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্রীড়া অনুশীলনের বিকল্প নেই। খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও এরই মধ্যে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। ক্রীড়া ক্ষেত্রে এই অর্জন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎসহ সব সেক্টরে আমূল পরিবর্তন হয়েছে। এ উন্নয়নকে আমাদের ধরে রাখতে হবে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত উদ্বোধনীতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা।
এতে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
অন্যান্যদের মধ্যে উপপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. নুর-উর-রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম ছায়েফ উল্যাহ এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।