ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট শিক্ষার স্বীকৃতি শুধুমাত্র একটি কাগজের নম্বরপত্র নয়: ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের বার্ষিক...

শিক্ষার স্বীকৃতি শুধুমাত্র একটি কাগজের নম্বরপত্র নয়: ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও প্রাক-বড়দিন উৎসব

0
692

‘আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। কেননা যারা আগামীর প্রজন্ম, সেই কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও প্রাক-বড়দিন উৎসব’ বলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

১৭ ডিসেম্বর (সোমরাব) রাজধানীর নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও প্রাক-বড়দিন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আগামীতে দেশের জন্য কাজ করবে। তাই তাদের সঠিক যত্ন দিয়ে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলছে। আগামীতে ঢাকা ক্রেডিট কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। ইতিমধ্যে এই স্কুলের জন্য আমরা নতুন ক্যাম্পাসও করেছি।’

‘এই দেশের সম্প্রীতির ঐতিহ্য অনুসারে সকল ধর্মের মানুষ এক সাথে কাজ করে যাবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাঁর নেতৃত্বে গড়া বাংলাদেশে আমরা সকলে সম্প্রীতি ও সহাবস্থানে বাস করেছি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে ২০০১ সালে মৌলবাদী রাজনৈকিত দল ক্ষমতায় এসে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে। এরপর বিগত দশ বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নতুন নেতৃত্ব দিয়ে আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছে। সেই উন্নয়নের ধারায় ঢাকা ক্রেডিটও কাজ করে যাচ্ছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঢাকা ক্রেডিট সামাজিক উন্নয়নের কাজ করে তাদের প্রয়োজন মিটিয়ে যাচ্ছে’ বলেন প্রেসিডেন্ট গমেজ।

এ দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড্ডা জোন ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জিন্নাত আলী, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন বাবুল, ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সদস্য প্রত্যেশ রাংসা, স্কুলের প্রিন্সিপাল আনন্দ চৌধুরী, স্কুল কমিটির যুগ্ম আহ্বায়ক এলিয়াস পিন্টু কস্তাসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল কমিটির আহ্বায়ক মানিক লরেন্স রোজারিও। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল কমিটির সচিব অবিনাশ নকরেক।

এ সময় সভাপতি শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘শিক্ষার স্বীকৃতি শুধুমাত্র একটি কাগজের নম্বরপত্র নয়। পরীক্ষা গ্রহণ, নম্বরপত্র বিতরণ একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। এ বছর যারা ভাল ফলাফল অর্জন করেছে তাদের অভিনন্দন এবং যারা একটু খারাপ করেছ পুনরায় তাদের অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানাই।’

তিনি শিক্ষার্থীদের বলেন, ‘আজ যাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, তাদের কথা শুনে এবং দেখে তোমরা অনেককিছু শিখতে ও করতে পারবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

এ দিন অন্যান্য বক্তারা বলেন, ‘ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল অনেক ভাল করছে, ভবিষ্যতে আরো ভাল করবে বলে আশা করি। কিছু স্কুল এবং কিন্টারগার্ডেন রয়েছে, যারা পড়াশোনার নামে ব্যবসা করে টাকা উপার্জন করে। কিন্তু ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলটি সবক্ষেত্রেই সুশৃঙ্গল। স্কুলের শৃঙ্খলার শিক্ষা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের মতো সব শিক্ষাপ্রতিষ্ঠান হলে সমাজ, দেশ তথা রাষ্ট্র দ্রুত গতিতে এগিয়ে যাবে। আজ শিক্ষার্থীদের সুন্দর ফলাফলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

নানা আনুষ্ঠানিকতার মধ্যে ছিল অতিথিদের আসন গ্রহণ, ফুল দিয়ে তাদের বরণ, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, বিভিন্ন ধর্মানুসারীদের সার্বজনীন প্রর্থনা, শিক্ষার্থী কর্তৃক বরণনৃত্য, অতিথিদের বক্তব্য, সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ কর্তৃক বিশেষ অতিথিদেরে ক্রেস্ট প্রদান, শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে স্বর্ণপদক ও সম্মানতা পাওয়াতে সমিতির প্রেসিডেন্টকে স্কুলকর্তৃপক্ষের উপহার ও ফুলের শুভেচ্ছ প্রদান এবং শেষে শিক্ষার্থদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান। এ ছাড়াও পুথিগত শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয় যেমন বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয়।