শিরোনাম :
শিল্পকলা একাডেমিতে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী
ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে ১৮ তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী যাতে অংশ নিচ্ছে ৬৮টি দেশ। এতে অংশ নিচ্ছেন ২৬৬ জন বিদেশি শিল্পী আর ১৯৯ জন বাংলাদেশি শিল্পী।
প্রদর্শনীতে আছে পেইন্টিং, ভাস্কর্য, আলোকচিত্র, ছাপচিত্র, প্রিন্ট মেকিং, ভিডিও আর্ট, মৃৎশিল্প, পারফরম্যান্স আর্ট, নিউ মিডিয়া ও স্থাপনা শিল্পের কাজ।
ঢাকা ও ঢাকার বাইরে থেকে শিল্পপ্রেমী মানুষরা প্রতিদিন এসব শিল্পকর্ম দেখতে আসছেন। বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ঘুরে ঘুরে এসব শিল্পকর্ম দেখছেন। তবে বিকেলের দিকে আস্তে আস্তে দর্শনার্থীদের চাপ বাড়তে থাকে। অনেক অভিভাবক তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন শিল্পকর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখছেন এবং বুঝিয়ে দিচ্ছেন।
রাজধানীর ধানমন্ডি থেকে ৬ বছরের সন্তানকে নিয়ে এসেছেন ইসমাইল খান। শিশু সন্তানকে কেন নিয়ে এসেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চাই বাচ্চাদের মাঝে ছোট থেকেই শিল্পকর্মের প্রতি ভালোবাসা তৈরি হোক। শিল্পকর্মও যে জীবনের প্রতিচ্ছবি ও প্রতিবাদের ভাষা হতে পারে সেটা তার ছোটবেলা থেকেই জানুক।
বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মোহম্মদ রফিক। শিল্পকর্মের প্রতি বেশ আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রদর্শনীতে এসে খুবই ভালো লাগছে। একই জায়গায় বিভিন্ন দেশের শিল্পকর্ম দেখা যাচ্ছে এবং বিভিন্ন দেশের শিল্পীদের চিন্তাধারা অনুভব করা যাচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত চারুকলা বিষয়ক সর্ববৃহৎ দ্বিবার্ষিক প্রদর্শনী এটি। ১৯৮১ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে যাত্রা শুরু করে এটি।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকে প্রদর্শনী।
আরবি.পিবি. ২৬ সেপ্টেম্বর ২০১৮