শিরোনাম :
শুরু হয়েছে ঢাকা ক্রেডিটের ৬১তম বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজ ॥ ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা-এর ৬১তম বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে আজ ৩ ডিসেম্বর সকাল দশটায়।
তেজগাঁওয়ের বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই বার্ষিক সাধারণ সভায় সমিতির প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কথা রয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো: হারুন-অর-রশিদ বিশ্বাস, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি: এর চেয়ারম্যান নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা’র সাবেক প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্বাহী সদস্য রেমন্ড আরেং, তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত বনিফাস গমেজ, খ্রীষ্টয়ান কমিশন ফর ডেভেপমেন্ট ইন বাংলাদেশের চেয়ারম্যান ডেভিড অনিল হালদার।