ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শুরু হলো আজ থেকে আবারও টিসিবির পণ্য বিক্রি

শুরু হলো আজ থেকে আবারও টিসিবির পণ্য বিক্রি

0
221

করোনা মহামারির এ সময়ে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে আজ সোমবার থেকে আবারও রাজধানীসহ সারা দেশে ট্রাকে পণ্য বিক্রি শুরু করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। নগরীর বেশ কয়েকটি পয়েন্টে দেখা যায় পণ্য বিক্রির জন্য ট্রাক আসার সাথে সাথে সাধারণ মানুষের ভীর। ফার্মগেট আওলাদ হোসেন মার্কেট সংলগ্ন এলকায় দেখা যায়, পণ্য ক্রয়ের জন্য বিপুল ভীর। কেউই তেমন সামাজিক দূরত্ব মানছে না, এমনকি কেউ কেউ মাস্কও ব্যবহার করছে না।

ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৫০০ টাকা দরে বিক্রি করা হবে। সামাজিক দূরত্ব মেনে এসব পণ্য কেনার কথা টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন, আজ থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারা দেশে পণ্য বিক্রি শুরু করেছিল, যা চলে ১৭ জুন পর্যন্ত।