ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট শেষ হলো গরু মোটা-তাজাকরণ ও গাভী পালন প্রশিক্ষণ

শেষ হলো গরু মোটা-তাজাকরণ ও গাভী পালন প্রশিক্ষণ

0
242

ডিসিনিউজ ।। গাজীপুর

শেষ হয়েছে ঢাকা ক্রেডিটের উদ্যোক্তা তৈরি প্রকল্পের প্রথমধাপের প্রশিক্ষণ।

মঠবাড়ীতে ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে শুরু হওয়া গরু মোটা-তাজাকরণ ও গাভী পালন প্রশিক্ষণ শেষ হয়েছে ২১ অক্টোবর। ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও উপস্থিত থেকে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিট উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রকল্প শুরু করেছে। আপনারা প্রশিক্ষণ শেষে ঋণ গ্রহণ করতে পারবেন। তবে সচেতন থাকতে হবে, যে ঋণ নিয়ে আমরা প্রকৃতভাবে বিনিয়োগ করি। আপনারা স্ব স্ব স্থানে উন্নয়ন করুন এই কামনা করি।’

২০ অক্টোবর গরু মোটা-তাজাকরণ ও গাভী পালন প্রশিক্ষণ দিয়ে এই প্রকল্পের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।

গরু মোটা-তাজাকরণ ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কালীগঞ্জ উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম এবং সহকারী প্রাণী সম্পদ ও সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম ফরহাদ শিহাব, ঢাকা ক্রেডিটের ম্যানেজার (মার্কেটিং) স্ট্যানিসলাস সোহেল রোজারিও, ক্রেডিট অপারেশন বিভাগের ম্যানেজার প্রবীন পিউরীফিকেশন।

দুইদিন ব্যাপি অনুষ্ঠিত প্রশিক্ষণে স্থানীয় খামারচাষীসহ নতুন উদ্যোক্তা প্রত্যাশী ২৩ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।