শিরোনাম :
শেষ হলো ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের মৌলিক প্রশিক্ষণ
ডিসিনিউজ ।। সিনথিয়া ক্রুশ, ঢাকা
‘সেবাই ধর্ম: নিজে প্রশিক্ষিত হোন, অন্যকে নিরাপদ রাখুন’ স্লোগান নিয়ে সমাপ্ত হলো ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিসের ১১তম ব্যাচের মৌলিক ও রিফ্রেসার প্রশিক্ষণ।
৩০ জুন, মাদার তেরেসা ভবন, তেজগাঁও চার্চ কমপ্লেক্স, ফার্মগেটে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিকিউরিটি সার্ভিসের প্রকল্প পরিচালক ম্যানুয়েল ডি’ প্যারেসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও থানার ওসি মো. অপূর্ব হাসান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও ও অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।
প্রধান অতিথি অপূর্ব হাসান এ সময় বলেন, ‘আমাদের যার যার জায়গা থেকে সর্বোচ্চ সার্ভিস দেয়া উচিৎ। যে সার্ভিসে আপনারা আছেন সেখান থেকে ২৪ ঘন্টা মানুষকে সেবা দিতে হবে। মানুষ যেন আপনাদের ওপর আস্থা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারে। সেবার কথা মাথায় রেখে যতটুকু দায়িত্ব আছে তা সঠিকভাবে পালন করতে হবে। আপনাদের জন্য আমাদের পুলিশের কাজ অনেকটা কমেছে। পুলিশ এবং আপনারা সবাই একটা ইউনিফর্ম পড়ি। কেউ কারো থেকে আমরা আলাদা নই। আমরা সবাই সেবা দেই। বাংলাদেশের যেখানেই খ্রিষ্টান সোসাইটি কিছু করেছে, আমি দেখেছি সবখানেই তারা সফল হয়েছে। আমি আপনাদের সফলতা কামনা করি।’
বিশেষ অতিথি লিটন টমাস রোজারিও বলেন, ‘রাষ্ট্রের একার পক্ষে সবার নিরাপত্তা দেওয়া কষ্টসাধ্য, আমরা এই সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে সরকারের সহায়ক হিসেবে কাজ করছি। আমাদের সার্ভিসের মাধ্যমে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি। আমাদের হাসপাতাল হচ্ছে, সেখানে আমাদের আরও কর্মীর প্রয়োজন হবে। এই সার্ভিস যেন বাংলাদেশের নাম্বার ওয়ান সিকিউরিটি সার্ভিস হতে পারে সেভাবে সবাইকে কাজ করে যেতে হবে। যা কিছু শিখেছেন তা যেন বাস্তব ক্ষেত্রে কাজে ব্যবহার করতে পারেন।’ এছাড়াও সমিতির ইতিহাস ও প্রকল্প নিয়ে কথা বলেন তিনি।
এ দিন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং প্রশিক্ষণার্থীরা গার্ড অব অনার প্রদান করেন অতিথিবৃন্দদের। অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ দেন প্রকল্প পরিচালক ম্যানুয়েল ডি’ প্যারেস।
উল্লেখ্য, ২০-৩০ জুন সিকিউরিটি সার্ভিসের নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ এবং রিফ্রেসার কোর্স অনুষ্ঠিত হয়।