শিরোনাম :
শ্রদ্ধায় স্মরণ করা হলো ধরেন্ডা ক্রেডিটের প্রয়াত সেক্রেটারি নয়ন রোজারিওকে (অডিও ও ছবি)
ডিসিনিউজ ॥ সাভার
গভীর ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রয়াত সেক্রেটারি নয়ন গিলবার্ট রোজারিওকে। স্মরণানুষ্ঠানের আয়োজন করে ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:।
৭ আগস্ট ধরেন্ডা ধর্মপল্লীর সেন্ট যোসেফস্ মিশন প্রাথমিক বিদ্যালয়-এর ফাদার লিউ জে সালিভ্যান সিএসসি ভবনে অনুষ্ঠিত শোক ও স্মরণানুষ্ঠানে বক্তারা বলেন, যুগে যুগে একজনই নয়ন গিলবার্ট রোজারিও আসেন। নয়ন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একজন সমবায়ী নেতা, সুরকার, গীতিকার, শিক্ষক, উদার ও দায়িত্বশীল ব্যক্তি। অনুষ্ঠানের শুরুতে নয়ন গিলবার্ট রোজারিওর ছবিতে মাল্যদান করা ও ছবির সামনে প্রদীপ প্রজ্জ্বল করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
স্মৃতিচারণ অনুষ্ঠানের অডিও শুনুন
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ বলেন, ‘আমি শুধু এটুকইু বলতে চাই, ‘নয়ন ছিলো আমাদের ভরসার স্থান। তাঁর চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর স্ত্রী কৌশলা পিউরীফিকেশন ও সন্তানদের সান্ত্বনা জানানোর ভাষা নেই। আমি নয়নের প্রতি প্রাণভরা ভালোবাসা জানাই।’
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া স্মৃতিচারণ সভায় নয়ন গিলবার্ট রোজারিওর কৃতকর্মের প্রশংসা করে বলেন, নয়ন ছিলেন একজন আলোকিত মানুষ। তিনি সমবায় আন্দোলনের পাশপাশি সাংস্কৃতিক অঙ্গণেও অবদান রেখেছেন। তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন কমিটিতে সক্রিয়ভাবে সেবা দিয়েছেন।
সাভারের সন্তান ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও তাঁর বক্তব্যে প্রস্তাব রাখেন ভবিষ্যতে ধরেন্ডা ক্রেডিটের কালচারাল একাডেমি যেন নয়ন গিলবার্ট রোজারিওর নামে নামকরণ করা হয়।
নির্মল রোজারিও বলেন, ‘নয়ন মারা যাওয়ায় সাভারবাসী সব চেয়ে বেশি মর্মাহত। যেদিন নয়ন ঢাকায় হাসপাতালে মারা গিয়েছিলেন এবং তাঁর মরদেহ যখন সাভার আনা হয়েছিলো, সেদিন আমি দেখেছি প্রকৃতির বেদনা। সেদিন অঝোরে ঝরে ছিলো বৃষ্টি। নয়নের ছিলো বহুমুখি প্রতিভা। তিনি ছিলেন সমবায়ী নেতা, গীতিকার, সুরকার ও শিক্ষক। তাঁর মৃত্যুতে সাভারসহ সারা বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায় মর্মাহত হয়েছে। তাঁর ব্যবহার ছিলো অমায়িক। তাঁর আন্তরিকতা ছিলো চোখে পড়ার মতো। আচরণে কেউ কোনোদিন আহত হয়েছে কিনা তা আমার জানা নেই। তাঁকে হারানোর কান্না এখনো হৃদয়ে আছে।’
শোক সভার আগে গির্জায় অনুষ্ঠিত হয় নয়নের আত্মার কল্যাণে বিশেষ খ্রিষ্টযাগ। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন স্থানীয় সহকারী পাল-পুরোহিত ভিনসেন্ট কনক গমেজ।
অনুষ্ঠানে সাভার ধর্মপল্লীর প্রায় ২০০ খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব ডি’রোজারিও, ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি. কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, সাভার ইউনিয়ন শাখা সহ-সম্পাদক শিপু পরিমল কস্তা, সাভার পৌর ইউনিটের সেক্রেটারি শেখর গিলবার্ট পিউরীফিকেশন, ধরেন্ডা ক্রেডিটের প্রাক্তন বোর্ড সদস্য নয়ন ডি’রোজারিও, ধরেন্ডা প্যারিশ কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট বিলাশ বি গমেজ, ধরেন্ডা প্যারিশ কাউন্সিলের সেক্রেটারি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর প্রতাপ আগষ্টিন গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার বিপুল এল গমেজ, সাভার ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও, বিশিষ্ট ব্যাংকার দিলীপ পিউস রোজারিও, ধরেন্ডা মিশনের তরুণ সংঘের প্রেসিডেন্ট ক্লিনটন কস্তা প্রমুখ।
নয়ন গিলবার্ট রোজারিওর স্মরণ সভায় ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ট্রেজারার বিকাশ পলিনুস কোড়াইয়া, ডিরেক্টর ভিনসেন্ট পিন্টু রোজারিও, লিন্টাস রক রোজারিও, পবিত্র বেনেডিক্ট কস্তা, প্রণয় ইগ্নাসিউস গমেজ, জয়শ্রী রোজবার্ণাড গমেজ, হিউবার্ট দিগন্ত কস্তা, উজ্জ্বল নিকোলাস গমেজ, বাপ্পি ড্রাসিয়েস গমেজ, ঋণদান পরিষদের চেয়ারম্যান প্রদীপ লিনুস রোজারিও, সদস্য সচিব হিমেল থিওটোনিয়াস রোজারিও, চার্লস পালমা, সুনীল লরেন্স বটলেরু ও জনি যোসেফ পালমা, পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল শিমন রোজারিও, সদস্য সচিব রিংকু কর্নেলিউস বিশ^াস, চার্লস নিপু কস্তা, জনি হিউবার্ট রোজারিও ও হিল্টন ডগলাস গমেজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নয়ন গিলবার্ট রোজারিওর স্ত্রী কৌশলা পিউরীফিকেশন, তাঁর তিন ছেলে অনন্য, শান্ত ও অরিত্র রোজারিও।
স্মৃতিচারণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর সেক্রেটারি জুয়েল সিরিল কস্তা (কো-অপ্ট)। অনুষ্ঠান শেষে ধন্যবাদ দেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ভাইস-প্রেসিডেন্ট রবার্ট রোজারিও। শেষ প্রার্থনা করেন উক্ত সমিতির উপদেষ্টা প্রভাত ডি’রোজারিও।
আরো ছবি
[wp1s id=”13446″]