ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শ্রমিকদের বিভিন্ন দাবি উত্থাপনের মাধ্যমে ময়মনসিংহে শ্রমিক দিবস পালন

শ্রমিকদের বিভিন্ন দাবি উত্থাপনের মাধ্যমে ময়মনসিংহে শ্রমিক দিবস পালন

0
1171

আজ (সোমবার) ময়মনসিংহ বিভাগীয় শহরে মহান মে দিবস উপলক্ষ্যে গাঙ্গিনারপাড়, মালগুডাম এলাকায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, ময়মনসিংহের উদ্যোগে আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

নগরীর মালগুডাম এলকায় সকাল ১১টায় বিভিন্ন সংগঠন এবং অঙ্গসংগঠনের অংশগ্রহণের আয়োজনে মে দিবসের এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সভাপতি (ময়মনসিংহ) শ্রী কমল বসাক, সাধারণ সম্পাদক বাঁধন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কাঞ্চন, আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন খানসহ আরো অনেকে। এছাড়াও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, ময়মনসিংহের অধীনস্থ ৩০টি বেসিক সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

02সকাল ১১টায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উদিচী শিল্পী গোষ্ঠির অংশগ্রহণে জাগরণী সঙ্গীত পরিবেশন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কমল বসাক, বাঁধন সরকার, রাশেদুল হাসান কাঞ্চন, এনায়েত হোসেন খানসহ অন্যান্য শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিসহ বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। বিশেষ করে ময়মনসিংহ শহরের বিভিন্ন পয়েন্টে যাত্রী ছাউনি নির্মাণ, গরীব শ্রমিক শিশুদের শিক্ষা এবং ন্যায্য মুজুরীর ক্ষেত্রে সুব্যবস্থা করা, বিশুদ্ধ পানির সরবরাহ, রেলপথকে সচল করার জন্য জনশক্তির ব্যবস্থা করা, পাবলিক টয়লেটের ব্যবস্থা করা, পুরুষের পাশাপাশি মহিলাদের ন্যায্য মুজুরী প্রদান প্রভৃতি।

এ সময় তারা বলেন, “কোনো শ্রমিকদের উপড় অন্যায়ভাবে নির্যাতন চলবে না। শ্রমিকদের প্রাপ্য সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। শ্রমিকদের ৮ ঘন্টা ডিউটির বেশি হলে ওভার টাইম এর ব্যবস্থা করতে হবে। মহিলা শ্রমিকদের ন্যায্য মূল্য দিতে হবে। ছুটির দিনগুলোতে দোকানপাট বন্ধ রাখতে হবে।”
আলোচনা অনুষ্ঠান শেষে সকল শ্রমিক ইউনিয়ন সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরবি/আরপি/১ মে, ২০১৭