ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শ্রমিক আজাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শ্রমিক আজাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

0
346

শ্রমিক আজাদ হত্যার বিচারের জন্য আজ সকালে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সংগঠন।

গত ৪ মে ইমরাত নির্মাণ শ্রমিক আজাদকে হত্যা কবির হোসেন নামে রুপাতলীর এক বাসিন্দা।

বাড়িতে ঠিক সময় কাজে যেতে না পারায় রুপাতলীর জুয়েল ম্যানসনের মালিক কবির হোসেন নিহত আজাদকে প্রথমে বেধরক মারপিট করে আহত করে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায়ই আজাদ মারা যায়।

জেলা মহানগর ইসলামী শ্রমিক আন্দোলন এবং জেলা ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা এতে ব্যাপক ক্ষুদ্ধ হয়। তারা প্রশাসনের কাছে এই হত্যার বিচার দাবি করে আসছে।

তারই অংশ হিসেবে এই সংগঠন দুটি একযোগে আজ সকালে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও মিছিল করে।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের মহানগর সাধারন সম্পাদক ফজলু মিয়া, জেলা ইমরাত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ জলিল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লাসহ আরও অনেকে।

বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকের দাবি আদায়ের দিবস পালনের সপ্তাহ পার হতে না হতেই মালিক পক্ষের হামলায় শ্রমিক হত্যার ঘটনা শ্রমিক নির্যাতনের বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে।

তারা অভিযোগ করে বলেন, এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।

নিহত আজাদের বিচার না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরবে না উল্লেখ করে বলেন, আজাদ হত্যার বিচারের দাবিতে প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাবো আমরা।

বিশেষ সূত্রে জানা যায়, হত্যাকারী কবির হোসেন এলাকার এক প্রভাবশালী নেতার আত্মীয়। তাই এক্ষেত্রে পুলিশও নির্বিকার ভূমিকা পালন করছে। বর্তমানে খুনি কবির এবং তার প্রভাবশালী আত্মীয় পালিয়ে রয়েছে বলে সূত্রে তথ্য মেলে।

আরবি/আরপি/৮ মে, ২০১৭