ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় আলোচনা সভা

শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় আলোচনা সভা

0
336

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তন মৌলভীবাজার জেলায় সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ – আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আয়োজনে ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি (পাল-পুরোহিত, শ্রীমঙ্গল ধর্মপল্লী) এর সভাপতিত্বে আন্তঃধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের মূলসুর ছিল “উন্মুক্ত হ্নদয় আনে- শান্তি ও সম্প্রীতি”। উক্ত সভায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মের ৪ জন ধর্মীয়গুরু আলোচক হিসেবে উপস্হিত ছিলেন। আলোচক বৃন্দরা উন্মুক্ত হ্নদয় আনে শান্তি ও সম্প্রীতি মূলসুরে আলোচনা করেন।

উক্ত আলোচনাই স্বামী চন্দ্রনাথনন্দ মহারাজ বলেন, একজন ব্যক্তির প্রয়োজন শিক্ষা আর সেই ভালো শিক্ষা দেই ধর্ম শিক্ষা।

উন্মুক্ত হ্নদয় আনে শান্তি ও সম্প্রীতি সম্পর্কে আলোচনাই খ্রীস্টান ধর্মের বিশপ বিজয় এন,ডি’ক্রুজ বলেন বাংলাদেশে রোহিঙ্গাদের ৩৩% সেবা করেছে বিশপীয় সংস্হা কারিতাস এনজিও এর মধ্য দিয়ে। তাই অন্য মানুষকে যখনই ভালোবাসবে তখনই পবিত্র হ্নদয় আসবে।

এদিকে আলোচনার শেষক্ষণে মতামত ও অভিজ্ঞতা প্রকাশে সুযোগ দান করলে কয়েকজন সন্মানিত অতিথি বৃন্দগন জানান শ্রীমঙ্গলে এবারই প্রথম আন্তঃধর্মীয় সম্প্রীতি সভা হয়েছে। বিভিন্ন ধর্মের ব্যক্তিদের নিয়ে সামনেও যাতে হয় এমন প্রতাশ্যা করেন অতিথিবৃন্দরা।

উক্ত সভাই ৪জন ধর্মীয়গুরু আলোচক বৃন্দরা ছিলেন শ্রদ্ধেয় শ্রীমৎ সংঘানন্দ থের (সিলেট বৌদ্ধ বিহার); শ্রদ্ধেয় স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ (অধ্যক্ষ, রামকৃঞ্চ মিশন ও আশ্রম, সিলেট); শ্রদ্ধেয় বিশপ বিজয় এন.ডি’ক্রুজ, ওএমআই (ধর্মপাল, সিলেট ধর্মপ্রদেশ); জনাব শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, ইসলামিক ফাউন্ডেশন, হবিগঞ্জ।

এছাড়াও আন্তঃধর্মীয় সম্প্রীতি সভাই আরো উপস্হিত ছিলেন বিভিন্ন ধর্মের সন্মানিত অনেক অতিথিবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরবি.আরপি. ২৯ সেপ্টেম্বর ২০১৮