ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে হাউজিং সোসাইটি, ঢাকা ক্রেডিট ও কারিতাসের সুধী সমাবেশ

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে হাউজিং সোসাইটি, ঢাকা ক্রেডিট ও কারিতাসের সুধী সমাবেশ

0
1748

ডিসিনিউজ ॥ ঢাকা

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) ও কারিতাস বাংলাদেশের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা ও কর্মীদের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা করায় মামলাকারী মামলাবাজ অমূল্য লরেন্স পেরেরা গংদের বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ জানাতে ঢাকায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দে তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে এই সুধী সমাবেশের আয়োজন করে হাউজিং সোসাইটি, ঢাকা ক্রেডিট ও কারিতাস বাংলাদেশ যৌথভাবে। ২ সেপ্টেম্বর, ২০২১ খ্রিষ্টাব্দে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এক হয়রানি ও প্রতারণামূলক সিআর মামলা করেন ধরেন্ডার ধর্মপল্লীর মামলাবাজ অমূল্য লরেন্স পেরেরা। মামলার সাক্ষীরা হলেন: অমূল্য লরেন্স পেরেরা নিজে, শীতল কস্তা, মার্টিন পেরেরা, এলয়সিয়াস মিলন খান, ডমিঙ্গ ফ্রান্সিস গমেজ, সবিতা মনিকা রোজারিও, এলর্বাট পি কষ্টা, তাইজুল ইসলাম, দীপক পিরিছ, গাব্রিয়েল রোজারিও, খোকা ইউজিন কস্তা, মেঘদূত মাইকেল পেরেরা, পাখী গমেজ, অনিল রোজারিও, অতুল কোড়াইয়া, সুমন বেঞ্জাবিন ও রুনেল গমেজ।

মামলার বিবাদীরা হলেন: হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, সেক্রেটারি  ইমানুয়েল বাপ্পী মন্ডল, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট নির্মল রোজারিও, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনিডিক্ট আলো ডি’ রোজারিও, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, প্রাক্তন অর্থ ও প্রশাসনিক পরিচালক প্রদীপ স্ট্যানলী গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ ওয়াইএমসিএস-এর বর্তমান প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ সহ ২৫ জন।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবাট কস্তা। সভার সঞ্চালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, হাউজিং সোসাইটির সেক্রেটারি  ইমানুয়েল বাপ্পী মন্ডল ও ধরেন্ডা পালকীয় পরিষদের সেক্রেটারি প্রতাপ আগষ্টিন গমেজ ।

মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনিডিক্ট আলো ডি’ রোজারিও, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ ওয়াইএমসিএস-এর বর্তমান প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, কালব-এর প্রাক্তন সেক্রেটারি এমদাদ হোসেন মালেক, কারিতাস ডেভেলপমেন্ট ইনষ্টিটিউট-এর  পরিচালক থিওফিল নকরেক, মটস-এর পরিচালক ডমিনিক দিলু পিরিছ, কোর দি জুট ওয়ার্কসের পরিচালক বার্থা গীতি বাড়ৈ,  ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, হাউজিং সোসাইটি-এর ভাইস- প্রেসিডেন্ট রতন পিউরীফিকেশন,  বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের ভাইস-প্রেসিডেন্ট প্রদীপ বিশ্বাস, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ম্যানেজার ও বাংলাদেশ ওয়াইএমসিএস-এর জেনারেল সেক্রেটারি নিপুন সাংমা, ঢাকা ক্রেডিটের নারী কমিটির যুগ্ম-আহ্বায়ক মঞ্জু মারিয়া পালমা, ঢাকা খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতির সভাপতি ডা. বিনয় গোস্বামী, ঢাকা খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতির প্রাক্তন সভাপতি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস্ সুব্রত হাজরা, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ (কাককো) লিমিটেড-এর ট্রেজারার প্রদীপ সরকার, মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রাক্তন চেয়ারম্যান থিওফিল রোজারিও, গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রাক্তন চেয়ারম্যান টমাস রোজারিও, হাসনাবাদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রাক্তন চেয়ারম্যান সেলেষ্টিন রোজারিও,  মাউসাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ডেভিড প্রবীন রোজারিও, বীর মুক্তিযোদ্ধ দীলিপ মার্টিন গমেজ, বীর মুক্তিযোদ্ধ জোনাস গমেজ, হাউজিং সোসাইটির ম্যানেজার জন গমেজ, সাভার ওয়াইসিএমসি’র সভাপতি তপন টমাস রোজারিও, মহাখালী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মনু বেনেডিক্ট ক্রুশ,  ঢাকা ক্রেডিট ও হাউজিং সোসাইটির উপদেষ্টা রবার্ট সাইমন গমেজ প্রমুখ।

বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন অভিযোগে মামলাবাজখ্যাত অমূল্য লরেন্স পেরেরা খ্রিষ্টান সমাজের গণ্যমান্য ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। যার কোনো ভিত্তি নেই। এর পূর্বে সে অনুরূপ কয়েকটি মামলা করেছিল যা খারিজ হয়েছে। খ্রিষ্টান সমাজে বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তা নষ্ট করার জন্য এই মামলা করা হয়েছে, যার পেছনে রয়েছে সমাজের কিছু দুর্নীতিবাজ, ক্ষমালিপ্সু ও ব্যাক্তিস্বার্থ হাসিলকারী ব্যক্তি বিশেষ। সাক্ষীর তালিকা থেকে তা সুষ্পষ্ট প্রতিয়মান। এরা সমাজের বিভিন্ন ফোরাম থেকে ইতিমধ্যে প্রত্যাখিত হয়েছে। সমাবেশে হাউজিং সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, যাদের মামলায় সাক্ষী করা হয়েছে তাদের কারো কারো নামে হাউজিং সোসাইটিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। বক্তারা আরও বলেন, সব সমাজেই কিছু বিপদগামী, পথভ্রষ্ট, স্বার্থান্বেষী ব্যাক্তি বিশেষ থাকে, যাদের কর্মকান্ড সমাজে অশান্তি সৃষ্টি করে। এই মামলার বাদী এবং সাক্ষীরা ওই দলেরই লোক। তাই তাদের ব্যাপারে সতর্ক ও সচেতন থাকতে হবে। তাদেরকে কোনোভাবেই সমাজের শান্তি বিনষ্ট করতে দেওয়া হবে না। সমাজ ও দেশের মঙ্গলে আজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে বক্তারা সবাই এই আহ্বান জানান।

সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর সজল যোসেফ গমেজ, পল্লব লিনুস ডি’রোজারিও, সলোমন ইগ্নেসিয়াস রোজারিও, মনিকা গমেজ, প্রত্যেশ রাংসা, পাপড়ি প্যাট্রিশিয়া আরেং, আনন্দ ফিলিপ পালমা ও পাপিয়া রিবেরূ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সদস্য লরেন্স পিটার গমেজ, অন্তর মানখিন ও উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সেক্রেটারি প্রিয়ন্ত সি. কস্তা, সদস্য বার্নার্ড পংকজ ডি’রোজারিও, মাধবী অনিতা গমেজ ও ষ্টেলা হাজরা,  হাউজিং সোসাইটির প্রাক্তর ভাইস-চেয়ারম্যান

অনিল লিও কস্তা, হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্পনা মারিয়া ফলিয়া, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা জন পিরিছ, আগষ্টিন বাড়ৈ, নিরাপদ হালদার, কাককোর নির্বাহী কর্মকর্তা অসিনী ফ্রান্সিস কস্তা, রবার্ট বিশ্বাস, যোসেফ স্বপন চৌধুরী, মলয় নাথ, ভিক্টর রে, অ্যাডভোকেট রেবেকা পলিনা গমেজ, জেমস এম নাথ, জর্জ বাবু গমেজ, বিনয় রোজারিও, উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু, রবি হেনরী গমেজ, মার্টিন রোনাল্ড প্রামানিক, যোয়াকিম গমেজ, ভাওয়াল যুব সমিতির প্রেসিডেন্ট জেরি রড্রিক্স, হাউজিং সোসাইটি, ঢাকা ক্রেডিট ও কারিতাসের কর্মকর্তা ও কর্মীগণসহ সমাজের গণ্যমান্য প্রায় ১ হাজার লোক।

হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান রতন হিউবার্ট পিউরীফিকেশন ধন্যবাদ বক্তব্য দিয়ে সুধী সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন। শুরুতে প্রার্থনা করেন ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা ও শেষ প্রার্থনা করেন জাস্টিনা বিশ্বাস।