ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

সংকল্প

0
692

ছাত্র জীবনে একটি দায়িত্ব
ভালমতো লেখাপড়া করব
মোদের এ সুন্দর জীবন
ফুলের মত গড়বো।
মোদের এ মূল্যবান জীবনে
আলসেমিতে না কাটিয়ে ক্ষণ,
লেখাপড়া করবো নিয়মিত
দিয়ে সমস্ত মন।
প্রতিদিন ঐ দিনের পড়া
মোরা ভালমত শিখব,
শিক্ষকদের অদর্শানুসারে চলে
তাঁদের প্রিয় পাত্র হব।
এরুপ ব্যবহার মোরা
করবো না জীবনে,
যে ব্যবহারে তাদের
আঘাত লাগে মনে।
সর্বদা তাদের মোরা
দেখাবো মোদের সম্মান
এরুপ কাজ করব না।
মহাজ্ঞানী মহাজনদের গমন পথ
মোরা করে অনুসরণ
অমরত্ব লাভ করতে
গড়বো মোদের জীবন।

আরপি/ এসএন/ ১২ মার্চ, ২০১৭